Lyrics

আমার মতো এত সুখী নয় তো কারো জীবন

খালেদ হাসান মিলু

খালেদ হাসান মিলুর এই গানটি চির স্মরণীয় হয়ে থাকবে।

নায়ক রাজ্জাকে অভিনয় ছিল বাস্তব ধর্মী। যা সকলের মত কেড়ে নিয়েছে।

______________________________

আমার মতো এত সুখী, নয়তো কারো জীবন।

শিল্পী : খালেদ হাসান মিলু

_____________________________

  • আমার মতো এতো সুখী
    নয় তো কারো জীবন….
    কি আদর স্নেহ ভালোবাসায়
    জড়ানো মায়ার বাঁধন…..
    জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু
    আসবে আমার মরন……………………….. ঐ

 

  • বুকে ধরে যত ফুল ফোটালাম
    সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
    ভাগ্যের পরিহাস এরি নাম………………@
  • কেন নিয়তির কাছে বারে বারে
    হেরে যায় মানুষ এমন………………………….. ঐ

 

  • চারিদিকে নিরাশার বালুচর
    কি আশায় বেঁধেছি এই খেলাঘর
    স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়………………@
    কেন মমতার টানে কেঁদে মরে
    বেদনার কথা এখন

 

  • আমার মতো এতো সুখি
    নয়তো কারো জীবন
    কি আদর স্নেহ ভালোবাসায়
    জড়ানো মায়ার বাঁধন

_____________________________________

Thank you so much.

আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে আপনারা কোন গানটি দেখতে চান। কমেন্ট করে জানান।

 

সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন  । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button