সাহসী মুসলিমাহ্!
নুসরাত জাহান মুন
.
আমি পরে যাই
বার বার হোঁচট খাই।
আবার উঠে দাঁড়াই।
কোনো নুড়ি পাথর বা পথের কাঁটা
আমায় থামাতে পারে না।
প্রতিটি আঘাত আমার গতি আরো বাড়ায়।
কোনো কটু কথা বা অশ্রাব্য ভাষায়
আমার নীরবতা
আমার হেরে যাওয়া নয়।
আমার নীরবতা তো আমার সবরের পরিচয়।
অনেকের চোখে আমি ব্যাকডেটেড।
মুখে রঙ মেখে সঙ সেজে ঘুরি না যে!
আবার অনেকের চোখে আমি আত্মদাম্ভিক একগুঁয়ে।
হাজার খোঁটায়ও কালো বোরকাটা ছাড়ি না যে।
শত মুখের শত কথা
আমায় এক চুলও সরাতে পারে না।
বরং আমার প্রত্যয় আরো দৃঢ় করে।
তবে আমিও তো মাটিরই মানুষ!
আমি বারবার ভেঙ্গে পরি।
আমার রবের কালাম
আমায় আবার জুড়ে দেয়।
কত প্রলোভন কত চাকচিক্য চারপাশ।
চোখ বুজে ভাবি,
‘এসব কতটুকু, জান্নাতের তুলনায়!?’
কেউ ভাবে আমি অবুঝ!
না বুঝেই পায়ে ঠেলে দিই শত সম্ভাবনা।
কেউ না জানুক! আমার রব তো জানেন;
কতটা সাহস থাকলে
দূরে ঠেলা যায় জগতের মোহ-মায়া!!
যে যার মত ভাবুক,
আমি অবলা, ললনা, যা ইচ্ছে তা!!
আমার মালিক জানেন
আমি সাহসী মুসলিমাহ্!