Entrepreneur

বট বৃক্ষের ছায়া_ একজন প্রকৃত উদ্যোক্তার কৃতজ্ঞা _তানভীন সুফিয়ান

নিজের বাস্তব অনুভূতি প্রকাশ

পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে, যারা নিজের কথা চিন্তা না করে, পরের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যায়। এটা সত্যি যে সবার কাজ জনসম্মূখে প্রকাশ পায় না। কিন্তু  কিছু  কিছু লোকের কাজ আমাদের সামনে আসে । যা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে।

.

আজ তেমন একটি কথা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সকলেই আমার সাথে একমত হবেন।

.

আমরা সব সময় বর্তমানের দিকে তাকিয়ে কাজ করে যায়। কেউ আবার আগামী ৫০ বছর পরে কি হবে, সেটা ভেবে কাজ করে। সে কখনই এটা ভাবে না যে, এ কাজের ফল আদো সে ভোগ করতে পারবে কি না ? অথচ সে নিঃস্বার্থ ভাবে সেই কাজ বাস্তবায়িত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যায়।

.

.

আজ অনেকেই এই গাছের ছায়ায় বসে আছে। অথচ  হয়ত বহু বছর আগে কেউ সেখানে একটি গাছ লাগিয়ে গিয়েছিলো…. আজ সেই গাছের ছায়ায় শত শত মানুষ, পশু-পাখি উপকৃত হচ্ছে। যুগ যুগ ভাবে তারা এর ছায়াতলে আশ্রয় নিবে। আজ হয়ত সে এই ধরণীতে নেই কিন্তু তার রেখে যাওয়া এই নিঃস্বার্থ ভালবাসায় রয়ে যাবে যুগ-যুগান্তর।

.

.

ঠিক তেমনি, আমি মনে করি সেই গাছটি হলো আমাদের প্রানের Digital e-Commerce Market Place (DEMP) গ্রুপ।  আর এই  গাছটি লাগিয়েছেন আমাদের সবার প্রিয় আলমগীর ভাইয়া… ..!!!!

.

Md. Alamgir Hossain

.

আর আমরা সমস্ত গ্রুপবাসীরা সেই গাছের ছায়ার নিচে বসে আছি….  আমাদের পরেও হাজার হাজার মানুষ এই গাছের ছায়াতলে আশ্রয় নিবে। সুবিধা বঞ্চিত, হতাশা গ্রস্থ, ব্যর্থ  হাজারও তরুন-তরুনী এসে আশ্রয় নিবে এই গাছের নিচে। অনেকেই আবার লিখবে তাদের সফলতার গল্প। ফিরে পাবে হাজারও পরিবারের সুখে ছায়া।

.

যুগ যুগ ধরে মহান মানুষ গুলো এমনি করেই নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের জন্য রাস্তা তৈরি করে গিয়েছে…. এজন্যই তো বলে

প্রদীপের নিচের টা অন্ধকার…💥💥

.

এদের কথা অনেক সময় আমরা অনেকেই ভুলে যাই কিন্তু আমাদের হয়ে পৃথিবী তাদের মনে রাখে অনন্ত কাল….

” বেচে থাকুক ভালোবাসা, বাড়ুক প্রানের বন্ধন”

.

.

এবার নিজের পরিচয়টা দিয়ে যাই……

তানভীন সুফিয়ান

কাজ করছি মেয়েদের সব রকমের থ্রি পিছ আইটেম নিয়ে

ওনার অফঃ Mahreen fashion door

 

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button