Entrepreneur

করোনাকালিন সময়েও বসে নেই যে যে উদ্যোক্তারা

উদ্যোক্তাদের পরিচয়

করোনাকালিন সময়েও বসে নেই যে যে উদ্যোক্তারা। আজ একে একে তাদের নামের তালিকা প্রকাশ করবো। ইনশা আল্লাহ

 

নাম : আইরিন আক্তার তৃষ্ণা

নাম : আইরিন আক্তার তৃষ্ণা

ঠিকানা : মধুপুর, টাঙ্গাইল।

কাজ : হাতের কাজের সকল ড্রেস।

পেইজ : Modern Boutique House

 

________________________________________________________________________________________________________________

Name : Kamrun Nahar

আমি কামরুন নাহার।

একজন ছোটখাটো উদ্দোক্তা। কাজ শুরু করেছি খুব বেশিদিন হয় নি। তবে আমার মেয়ে আর বোনের সহযোগিতায় ও পরিবারের অনুপ্রেরণায় আলহামদুলিল্লাহ অনেক দুর এগিয়েছি। সবাই আমাদের কাজ অনেক পছন্দ করছে।

আমাদের পেইজ পাঁচমেশালী।

আমাদের সিগনেচার পন্য হ্যান্ডপেইন্টেড বিছানার চাদর।

পুরো চাদরে রং তুলি দিয়ে সুন্দর নিখুঁত কাজ করা। কাজ গুলো আমরা নিজেরাই করি।

_________________________________________________________________________________________________________________________

Name : Mehejabin Megh

আসসালামু আলাইকুম

আমি মেহেজাবীন পুরান ঢাকা থেকে। আমি বর্তমানে পড়াশুনা করছি। মনোবিজ্ঞান নিয়ে অনার্স করছি এবার ফাইনাল ইয়ারে আছি।

তার সাথে রয়েছে আমার আরেকটি পরিচয়। আমি অনলাইনে বিভিন্ন প্রোডাক্টের সেবা দিয়ে থাকি।

আমার পন্য হচ্ছে

রান্নাঘরে ব্যবহার করার সকল পন্য,

বেকিং পন্য ও

ছাতা।

তার সাথে নতুন যোগ হয়েছে বিভিন্ন প্যাকেজ পন্য প্যাকেজ পন্যের মধ্যে রয়েছে

বাবল পলি

টিস্যু ব্যাগ

কাপড় প্যাকেজ করার আঠা যুক্ত পলি

জিপ লক ব্যাগ

বিভিন্ন সাইজের বক্স

সাদা ও কালো পলি

আমার দেওয়া পন্যগুলোর মধ্যে সবচেয়ে ইউনিক পন্য হচ্ছে “লোহার বটি” এটি অরিজিনাল কাটিং করা লোহার তৈরি। বিভিন্ন সাইজের বটি নিয়ে কাজ করছি

Name : Rojina Sultana

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমি রোজিনা সুলতানা, আমার জন্ম চট্টগ্রামে, জিলা লক্ষ্মীপুর, বসবাস ঢাকা মিরপুরে।
হাউজ থেকে পিঠাপুলি এবং শোরুম থেকে পোশাক ও অন্যান্য গার্মেন্টস আইটেম অনলাইনে সেল করি।
আমি যেসব জিনিস নিয়ে নিয়ে কাজ করছি তার একটা তালিকা আপনাকে জানানোর ইচ্ছা প্রকাশ করছি ।

তালিকা:

নানা রকম পিঠা পুলি । যেমন পাটিসাপটা পিঠা নকশি পিঠা নারকেলের পুলি পিঠা চিকেন পুলি পিঠা মুগ পাকন পিঠা রস পাকন পিঠা দুধ পাকন পিঠা নারকেলের পাকন পিঠা দুধ পুলি পিঠা নোনতা চিতই পিঠা দুধ চিতই পিঠা ডিম ও সবজির চিতই পিঠা মাছ পিঠা ঝাল পুলি পিঠা রস পাকন পিঠা গোলাপ পিঠা তেলের পিঠা ভাপা পিঠা মিষ্টি মেরা পিঠা নোনতা মেরা পিঠা চিকেন গুজিয়া পিঠা চুই পিঠা পিঠা চুটকি পিঠা তালের বড়া তালের কেক বিবিখানা পিঠা ইত্যাদ।
২. . নারিকেলের নাড়ু , সন্দেশ, বরফি।
৩. নানা রকম হালুয়া ।‌যেমন ঃ ছোলার ডালের হালুয়া , সুজির হালুয়া ছানার হালুয়া ডিমের হালুয়া নারকেলের হালুয়া বেসনের হালুয়া চকলেট হাফসি ইত্যাদি
৪. নানা রকম পুডিং। যেমন ডাবের পুডিং ডিম ও দুধের পুডিং কেক পুডিং ইত্যাদি
৫. নানা রকম ভর্তা যেমন * আলু ভর্তা * পটল ভর্তা * পটলের খোসার ভর্তা * চ্যাঁপা শুটকি ভর্তা * কালো জিরা ভর্তা * মরিচ ভর্তা * লাউ এর খোসার ভর্তা * চিংড়ি শুটকি ভর্তা * বরবটি ভর্তা * পাতাকপির ভর্তা * মিষ্টি কুমড়ার ভর্তা * ঢেঁড়শ ভর্তা * কাঁঠালের বিচি ভর্তা * পেঁপে ভর্তা * শিম ভর্তা * ফুলকপির ভর্তা * টাকি মাছ ভর্তা * শাপলা ও চিংড়ি মাছের ভর্তা * মাছ ও মুলা ভর্তা * বেগুনভাজা ভর্তা * মসুর ডাল ভর্তা * সিদ্ধ ডিম ভর্তা * টমেটো ভর্তা *চিচিঙ্গা ভর্তা * কচুর মুখি ভর্তা * গাজরের ভর্তা * ইত্যাদি আরও নানা রকম ভর্তা
৬. দুপুরের খাবারের সেট মেনু ।
৭. খিচুড়ি, বউয়া খুদে ভাত, পোলাও, রোস্ট
৮. ফ্রোজেন আইটেম।
৯. গার্মেন্টস আইটেম
                      ১. ছেলে , মেয়ে এবং বেবিদের পোশাক সামগ্রী
                      ২. থান কাপড় ,গজ কাপড়
                       ৩. বেড কভার
১০. সুইং সেকশন মহিলাদের এবং বেবিদের সব ধরনের পোশাক সামগ্রী তৈরিকরণ

Name : Jobayda Poly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button