Video Editing

কিভাবে আপনি ভিডিও এডিটিং শিখে ফিলান্সিং করবেন | Video Editing Full Course

SM ALAMGIR

আমি বিগত কয়েক বছর এনালাইসিস করে দেখলাম, ভিডিও এডিটিং- এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি Last  কয়েক বছরে Social Media তে রিজনেবল Time স্পেন্ড করে থাকেন, তবে দেখবেন Video Marketing এর চাহিদা দিন দিন বেড়েই চলছে।  Business গুলো এখন Video Editing কে পাওয়ারফুল মার্কেটিং প্রসপেক্ট হিসেবে কনসিডার করা শুরু করে দিয়েছে। ইনফ্যাক্ট, ভিডিও দিন দিন এতই Popular  হচ্ছে যে, সামনের দিন গুলোতে ৮০% এর ও বেশী Internet traffic, ভিডিও ট্রাফিক থেকে আসবে এরকম ধারণা করা হচ্ছে।

বাংলাদেশী ফ্রিল্যান্স মার্কেটিং পার্সপেক্টিভ এ Video Editing জব র‍্যাপিড আকারে বাড়ছে এবং অনেকেই এই Field -এ  ভাল করছে। এ জবের Demand ফিউচারে আর ও বাড়বে বলেই ধরে নেওয়া যায়। তাই নতুন যারা ফ্রিল্যান্সিং এ এন্ট্রি করবে ভেবে নিয়েছে এবংVideo Editing পেশা হিসেবে নিয়ে কাজ শুরু করবে তাদের Proper একটা Guideline  পাওয়া জরুরী। এই পোস্টটি তাদের জন্য কিছু টিপস থাকবে যারা ভিডিও এডিটিং নিয়ে শুরু করতে চাচ্ছেঃ

আস-সালামু আলাইকুম। আমি আলমগীর হোসাইন। প্রফেশনাল ফিলান্সার এবং ইউটিউবার। আমি ফাইবারে লেবেল ওয়ান সেলার। যদিও ফাইবারে বাহিরে আমি কাজ করি বেশি। সেই সাথে আমার কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে। তন্মোধ্যে দুইটি চ্যালেন মনিটাইজেশন চালু রয়েছে। সেখান থেকেও ভালো একটি আর্নিং হচ্ছে। সব মিলিয়ে আল-হামদুলিল্লাহ।

অনেকেই আমাকে ভিডিও এডিটিং সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন। যার উত্তর সবাই দেওয়া সম্ভব হয়না। তাদের উদ্দেশ্যে আমার এই লেখা। আশা করি, এই লেখাটি যদি সে মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে, তাহলে  ভিডিও এডিটিং শিখতে যা যা লাগবে, তা আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-

তার আগে নিচের চ্যানেল দুইটি ভিজিট করতে পারেন। আশা করি, ভালো কিছু ধারণা পাবেন। সেই সাথে কাজ শিখতে উৎসাহও পাবেন-

1)  SM ALAMGIR

2) Sleep & Relaxing Music

ভালো মানের ভিডিও এডিটিং করার অনেক গুলো সফটওয়্যার রয়েছে। কিছু কিছু সফটওয়্যার 2D এনিমেশনের জন্য এবং কিছু কিছু সফটওয়্যার  3D এনিমেশনের জন্য ব্যবহার করা হয়। তন্মোধ্যে বর্তমানে প্রচলিত কিছু সফটওয়্যার হলো-

1) Camtasia

2) Adobe Premiere Pro

3) Adobe After Effect

4) Autodesk Maya

5) Blender

6) Cinema 4D

 

please subscribe this channel….

আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। একবারে সবগুলো শেখা সম্ভব না। আপনাকে ধৈর্য্য ধরে আস্তে আস্তে  শিখতে হবে। এ জন্য আপনাকে বিশেষ কয়েকটি সফটওয়্যার আয়ত্ব করতে হবে।

তন্মোধ্যে –

1) Adobe Premiere Pro

2) Adobe After Effect

3) Autodesk Maya / Blender / Cinema 4D ( যে কোন একটি)

গুরুত্ব সহকারে শিখতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে Adobe Premiere Pro দিয়ে শুরু করতে পারেন। কারণ এটি দিয়ে আপনি সহজেই একটি ভিডিও তৈরি করতে পারবেন। এতে আপনার মনোবল বহুলাংশে বেড়ে যাবে। তার পর আপনি Adobe After Effect শিখবেন । এই দুটো সফটওয়্যার শিখলে আশা করি, ভালো ফলাফল পাবেন। এমনকি 2D এর সকল এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আপাদত আমি এই দুইটি সফটওয়্যার শিখে ফ্রিলান্সিং করতেছি। বর্তমানে ফাইবারে লেভেল ওয়ান সেলার। ফাইবারের বাহিরে অনেক বেশি কাজ করতেছি।

এর পর থ্রি-ডির (3D) এর জন্য Autodesk Maya / Blender /  Cinema 4D এর যেকোন একটি সফটওয়্যার ভালো করে আয়ত্ব করলেই হবে।

 

(পরে পর্বে জানাবো কিভাবে আপনি এই সফটওয়্যার দিয়ে কাজ করবেন। আশা করি, সাথেই থাকবেন।)

.

please subscribe this channel….

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button