Logo Design

গ্রাফিক্স ডিজাইনে নিয়মিত কাজ পেতে যে যে সফটওয়্যারের কাজ শিখতে হবে

Graphic Design

আস-সালামু আলাইকুম। আমি আলমগীর হোসাইন। প্রফেশনাল ফিলান্সার এবং ইউটিউবার। আমি ফাইবারে লেবেল ওয়ান সেলার। যদিও ফাইবারে বাহিরে আমি কাজ করি বেশি। সেই সাথে আমার কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে। তন্মোধ্যে দুইটি চ্যালেন মনিটাইজেশন অন রয়েছে। সেখান থেকেও ভালো একটি আর্নিং হচ্ছে। সব মিলিয়ে আল-হামদুলিল্লাহ।

অনেকেই আমাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন। যার উত্তর সবাই দেওয়া সম্ভব হয়না। তাদের উদ্দেশ্যে আমার এই লেখা। আশা করি, এই লেখাটি যদি সে মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে, তাহলে গ্রাফিক্স ডিজাইন শিখতে যা যা লাগবে, তা আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-

তার আগে নিচের চ্যানেল দুইটি ভিজিট করতে পারেন। আশা করি, ভালো কিছু ধারণা পাবেন। সেই সাথে কাজ শিখতে উৎসাহও পাবেন-

1)  SM ALAMGIR

2) Sleep & Relaxing Music

গ্রাফিক্স ডিজাইন এর অধিনে অনেক গুলো ক্যাটাগরি রয়েছে। যেমন :

  • Logo Design
  • Flyer Design
  • Social Media Post Design
  • Social Media Banner Design
  • Brochure Design
  • Poster Design
  • Book cover Design
  • Billboard Design

আরো অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। একবারে সবগুলো শেখা সম্ভব না। আপনাকে ধৈর্য্য ধরে আস্তে আস্তে একটি একটি করে শিখতে হবে। এ জন্য আপনাকে বিশেষ কয়েকটি সফটওয়্যার আয়ত্ব করতে হবে।

তন্মোধ্যে –

1) Adobe Illustrator

এবং

2) Adobe Photoshop Ps 

গুরুত্ব সহকারে শিখতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে Adobe Illustrator দিয়ে শুরু করতে পারেন। কারণ এটি দিয়ে আপনি সহজেই একটি ডিজাইন করতে পারবেন। এতে আপনার মনোবল বহুলাংশে বেড়ে যাবে। তার পর আপনি Adobe Photoshop Ps শিখবে। এই দুটো সফটওয়্যার শিখলে আশা করি, ভালো ফলাফল পাবেন। আপাদত আমি এই দুইটি সফটওয়্যার শিখে ফ্রিলান্সিং করতেছি। বর্তমানে ফাইবারে লেভেল ওয়ান সেলার। ফাইবারের বাহিরে অনেক বেশি কাজ করতেছি।

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button