Notice Board

গ্রুপে কিভাবে সেলার কোড পাবেন ? এটা পড়ুন। কাউকে জিজ্ঞাসা করতে হবে না।

 

Our Group…….. 

Digital E-commerce Market Place (Private Group) 

Trust Market BD  (Public Group)

________________________________________________
________________________________________________

প্রথমে বলি, আমাদের গ্রুপে সেলার কোড ছাড়াও পোস্ট এ্যাপ্রুভ করা হয়। সুতরাং সেলার কোডের জন্য মাথা খারাপ করা কোন দরকার নেই। সেলার কোড যেমন আপনার ব্যবসাকে সামনের দিকে নিয়ে যেতে সহায়তা করে, তেমনি সেলার কোড আবার আপনার জন্য বিপদজনক হয়ে সামনে দাঁড়াতে পারে। সুতরাং সেলার কোডের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। সেলার কোড থাকলে এডমিন প্যানেল আপনার ব্যবসা সম্পর্কে বায়ারদেরকে ইনফরমেশন দিবে এবং বায়াররা আপনার নিকট থেকে স্বাচ্ছন্দে প্রোডাক ক্রয় করবে। আর আপনি যদি বায়ারদের সাথে প্রতারণ করেন, তাহলে এডমিন  আপনার সমস্ত তথ্য আইনি প্রকিয়ার মাধ্যমে স্থানান্তরিত করে দিবেন। সেলার কোডের জন্য জমা দেওয়া তথ্য শুধুমাত্র এডমিন জানেন। তা ছাড়া আর কেউ জানেন না। বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়। যতক্ষন পর্যন্ত না আপনি বায়াররে সাথে কোন প্রকার প্রতারণা করেন। প্রতারণার বিষয়টি প্রমাণিত হলে, আপনার জমা দেওয়া তথ্য গুলো আইন শৃ্ঙ্খনা বাহিনীর হাতে চলে যাবে। এছাড়া এই তথ্য গুলো সাড়া জীবন গোপন থাকবে।

সেলার কোড নেওয়ার পর যদি এক্টিভ না থাকেন, তাহলে আপার সেলার কোড বাতিল করা হবে।  আশা করি সেলার কোডের বিষয়ে বুঝতে পারছেন।

________________________________________________
________________________________________________

.

.

সেলার কোড বা বিশ্বস্ত সেলার হওয়ার জন্য রেজিঃ করতে হলে, আপনাকে কয়টি ধাপ অতিক্রম করতে হবে। নিম্নে ধাপগুলো ধারাবাহিক ভাবে দেওয়া হলো-

প্রথম ধাপ ………

নিচের প্রশ্নের উত্তর দিন-

  1.   আপনি কি উদ্যোক্তা হতে চান ?
  2.  আপনি কি স্থায়ী ভাবে ব্যবসা করতে চান ?
  3.  আপনি কি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যবসা করতে চান ?
  4.  আপনি কি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ?
  5.  আপনার সার্ভিসটি কি জেনুইন ?
  6.  আপনি কি নিজের উন্নতির সাথে গ্রুপেরও উন্নতি চান ?
  7.  গ্রুপ উন্নয়নে বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হতে পারবেন ?

যদি প্রশ্ন গুলোর উত্তর নিম্নোক্ত উত্তরের সাথে মিলে যায়, তাহলে দ্বিতীয় ধাপের জন্য এগিয়ে যাবেন । আর যদি না মিলে তবে, এখান থেকেই স্টপ হয়ে যাবেন।

  1.   আপনি কি উদ্যোক্তা হতে চান ? উত্তর :   হ্যাঁ
  2.  আপনি কি স্থায়ী ভাবে ব্যবসা করতে চান ? উত্তর :   হ্যাঁ
  3.  আপনি কি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যবসা করতে চান ? উত্তর :   হ্যাঁ
  4.  আপনি কি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ? উত্তর :   হ্যাঁ
  5.  আপনার সার্ভিসটি কি জেনুইন? উত্তর :   হ্যাঁ
  6.  আপনি কি নিজের উন্নতির সাথে গ্রুপেরও উন্নতি চান ? উত্তর :   হ্যাঁ
  7.  গ্রুপ উন্নয়নে বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হতে পারবেন ? উত্তর : সম্ভব হলে অবশ্যই যুক্ত হবো  ।
________________________________________________
________________________________________________

.

.

দ্বিতীয় ধাপ…….

গ্রুপের নিয়ম-নীতি গুলো ভালো করে পড়ুন।

১) গ্রুপের এডমিন, মডারেটর এবং মেম্বারদের পোস্ট গুলো প্রতিদিন ভালো করে পড়ুন। তাহলে নিজেই গ্রুপের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
২) সরাসরি সেল পোস্ট করতে হবে। কোন প্রকার লিংক বা শেয়ার পোস্ট করা যাবে না।
৩) দেশি-বিদেশী যে কোন পণ্য পোস্ট করতে পারবেন। বিক্রয় যোগ্য যে কোন পন্য কিংবা উপকারি সার্ভিস সম্পর্কিত পোস্ট করা যাবে।
৪) আপনি যে পণ্য নিয়ে কাজ করেন, সেই পণ্যের যত পারেন বিস্তারিত পোস্ট দিন।
৫) কোন মেম্বার যদি লাইভ করতে চান, তাহলে এডমিনের সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।
৬) আপনি যে পণ্য নিয়ে কাজ করেন, সেই পণ্যের যত পারেন বিস্তারিত পোস্ট দিন। আপনি যদি পাইকারি বিক্রি করেন তাহলে পণ্যের দাম উল্লেখ করতে পারবেন না। আর যদি খুচরা বিক্রয় করেন তবে আপনি দাম উল্লেখ করতে পারবেন। এটা আপনার একান্ত ইচ্ছা।
৭) অপ্রাসঙ্গিক পোস্ট ঃ
রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সংঘাত সৃষ্টি করে এমন উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট দেওয়া যাবে না।
৮) আচরণ বিধি ঃ
গ্রুপের অন্যান্য মেম্বারদের সাথে অসদাচরণ, ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ, ভয় ভীতি প্রদর্শন, সভ্য সমাজের বহির্ভূত ভাষা (গালি) ব্যবহার করা যাবে না। কোন মেম্বারের পোস্টকৃত কোন স্ট্যাটাস / কমেন্টের বক্তব্য নিয়ে দ্বিমত, বিরুদ্ধমত বা মতামত থাকলে তা মার্জিত ভাষায় যুক্তি দিয়ে বলতে হবে ।
৯) কপি করা :
অনুমতি ছাড়া একজন আরেকজনের কোন প্রোডাক্টের ছবি অথবা কোন পোস্ট কপি করা যাবে না।
১০) মেম্বার এড ঃ
আপনাদের নিজস্ব ফ্রেন্ড লিষ্ট এর সমস্ত বন্ধুদেরকে গ্রুপে এড করে নিন। এতে আপনাদের পোস্টে আপনাদের ফ্রেন্ডদের সাপোর্ট বেশি থাকবে। এবং তারাও উপকৃত হবে। আপনারও উৎসাহ বেড়ে যাবে। আমরাও সহযোগিতা করবো।
১১) অভিযোগ ঃ
যেকোন ধরণের অভিযোগ কিংবা পরামর্শ বা কোন তথ্যের জন্য সরাসরি এডমিন প্যানেলকে মেসেস করতে হবে। কোন প্রকার স্কিন শর্ট দিয়ে গ্রুপে পোস্ট করা যাবে না।
________________________________________________
________________________________________________

.

.

তৃতীয় ধাপ…….

 

নিচের  প্রশ্নের উত্তর দিন :

  1.  আপনি কত দিন আগে গ্রুপে যুক্ত হয়েছেন ?
  2.  আপনি প্রতিদিন কয়টি পোস্ট করেন ?
  3.  গ্রুপে কেমন লাইক-কমেন্ট করেন ?
  4.  গ্রুপে আপনার পরিচিতি কেমন ?
  5.  আপনার পোস্টে কয়টি করে লাইক-কমেন্ট আসে ?
  6.  গ্রুপের সকল নিয়ম পড়েছেন কি না ?
  7.   গ্রুপে মেম্বার ইনবাইট করেছেন ?
  8.  মেম্বার ইনবাইট করে স্কিনশর্ট আপনার কাছে রেখেছেন?

 

যদি প্রশ্ন গুলোর উত্তর নিম্নোক্ত উত্তরের সাথে মিলে যায়, তাহলে চতুর্থ ধাপের জন্য এগিয়ে যাবেন । আর যদি না মিলে তবে এখান থেকেই স্টপ হয়ে যাবেন।

 

  1.  আপনি কত দিন আগে গ্রুপে যুক্ত হয়েছেন ?  উত্তর :  30 দিনের উপরে-
  2.  আপনি প্রতিদিন কয়টি পোস্ট করেন ? উত্তর : 3 থেকে 5 টির উপরে।
  3.  গ্রুপে কেমন লাইক-কমেন্ট করেন ? উত্তর : 50/60 টির উপরে।
  4.  গ্রুপে আপনার পরিচিতি কেমন ?  উত্তর : 50 জনে উপরে মানুষ আমাকে চিনেন।
  5.  আপনার পোস্টে কয়টি করে লাইক-কমেন্ট আসে ?  উত্তর : 20/30 টির উপরে।
  6.  গ্রুপের সকল নিয়ম পড়েছেন কি না ? উত্তর হ্যাঁ পড়েছি। 
  7.   গ্রুপে মেম্বার ইনবাইট করেছেন ? উত্তর : 200 + মেম্বার ইনবাইট করেছি।
  8.  মেম্বার ইনবাইট করে স্কিনশর্ট আপনার কাছে রেখেছেন? উত্তর : হ্যাঁ ।
________________________________________________
________________________________________________

চতুর্থ ধাপ…….

 

নিচের লিংক গুলোর সাথে যুক্ত হয়ে নিন……

Youtube Channel

Facebook Page :

  1. Modern Collection BD
  2.  SM ALAMGIR
________________________________________________
________________________________________________

পঞ্চম ধাপ…….

উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর যে আপনার উত্তরের সাথে মিলে গেছে, সেটা এই পোস্টের কমেন্টে লিখুন। মানে আপনার মন্তব্য বা অনুভুতি কমেন্ট বক্সে কমেন্ট করুন।

________________________________________________
________________________________________________

.

.

ষষ্ঠ ধাপ…….

উপরোক্ত সব ধাপ অতিক্রম করে যদি এই ধাপে আসেন, তাহলে আমাদের গ্রুপের এডমিন প্যানেলের সদস্য Ishraque Bin Khalil  ভাইকে মেসেস দিয়ে ফর্ম সংগ্রহ করুন। এবং সেই ফর্ম  আপনি এখন খুব সতর্কতার সহিত পূরণ করুন। ফর্মটি অবশ্যই একবার পূরণ করবেন।  ফর্মটি বার বার পূরণ করলে সার্ভার থেকে আপনি ব্লক খাবেন।  সুতরাং খুবই সতর্কতার সহিত পূরণ করবেন। ফর্মটি পূরণ করার শেষে Submit বাটনে ক্লিক করবেন।

ফর্ম পূরণ করতে কোন সমস্যা হলে, এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করুন। যদি এডমিন প্যানেলের থেকে কোন প্রকার সাপোর্ট না পান তাহলে সরাসরি নিচের ফেসবুক আইডিতে মেসেস করুন। এডমিন প্যানেলের সাথে যোগাযোগ না করে মেসেস দিবেন না।

Admin : Facebook ID Link :  Md. Alamgir Hossain

.

.
________________________________________________
________________________________________________

ষষ্ঠ ধাপ…….

এবার ভালো করে পড়ুন-

এই ফর্ম টি পূরণ করা শেষ হলে নিচের পেইজে মেসেস দিন। মেসেস দিয়ে অপেক্ষা করুন। আপনার সমস্ত তথ্য যাচাই করার পর, যদি সঠিক মনে হয়, তাহলে Trust Market পেইজ থেকে আপনাকে “সেলার কোড” মেসেস দেওয়া হবে। মেসেস যেতে  1 থেকে 3 দিন সময় লাগতে পারে। ফর্ম পূরন করে আপনাকে ধৈর্য্য ধরতে হবে।

Facebook Page : TRUST MARKET

.

3 দিন পর যদি মেসেস না যায়, তাহলে এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করুন। যদি এডমিন প্যানেলের থেকে কোন প্রকার সাপোর্ট না পান, তাহলে সরাসরি নিচের ফেসবুক আইডিতে মেসেস করুন। এডমিন প্যানেলের সাথে যোগাযোগ না করে মেসেস দিবেন না।

Admin : Facebook ID Link :  Md. Alamgir Hossain

.

________________________________________________
________________________________________________

.

.

আশা করি, সেলার কোডের সকল বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।  আশা করি, আর কোন সমস্যা হবে না। সকল উদ্যোক্তার ব্যবসায়ের সফলতা কামনা করছি। নিম্নে কিছু ট্রাস্টে সেলারের নাম তালিকা দেওয়া হলো- আপনার চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন।
.
________________________________________________
________________________________________________

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Others Articls :

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button