Health Tips

চোখ ওঠার লক্ষণ, কারণ ও প্রতিকার | স্বাস্থ্য বার্তা

তথ্য কালেকশন

চোখ ওঠার লক্ষণ, কারণ ও প্রতিকার

 

চোখ ওঠার লক্ষণ:-

  • চোখ জ্বলবে।
  • চোখের ভেতর অস্বস্থি শুরু হয়।
  • সামান্য ব্যথা হয়।
  •  রোদে বা আলোতে তাকাতে কষ্ট হয় ।
  • অতিমাত্রায় পানি পড়ে।
  •  চোখ লাল হয়ে ফুলে উঠে।
  • ঘুম থেকে উঠার পর চোখের পাতা দুটি একত্রে লেগে থাকে।
  • চোখ থেকে শ্লেষ্মাজাতীয় পদার্থ বের হতে থাকে ও হলুদ রঙের পুঁজ সৃষ্টি হয়।

.

চোখ ওঠার কারণ :-

  • জীবাণু দ্বারা আক্রান্ত।
  • এডিনো ভাইরাস দ্বারা আক্রান্ত।
  • হারপিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা আক্রান্ত ।
  • কেরাটাইসিস ভাইরাস দ্বারা আক্রান্ত।

এই রোগ যেভাবে ছড়ায় :-

  • চোখে ভাইরাস প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। যখন এই অশ্রু মুছতে যাই, তখনই এটি আমাদের হাতে এসে যায়। এর পর আমরা যাই কিছু করিনা কেন তাতেই এই ভাইরাস লেগে থাকে। এবং সেখান থেকেই অন্যান্যদের চোখে এই ভাইরাস প্রবেশ করে।

.

চোখ ওঠা রোগের  চিকিৎসা ও প্রতিকার :-

  • সব সময় পরিষ্কার থাকতে হবে।
  • চোখের পানি বা ময়লা পরিষ্কার করার জন্য আলাদা তোয়ালে কিংবা রুমাল ব্যবহার করতে হবে।
  • অপরিষ্কার তোয়ালে বা রুমাল ব্যবহার করা যাবে না।
  • এই সময় কালো চশমা ব্যবহার করতে হবে। যাতে  বাইরের ধুলাবালু বা বাহ্যিক আঘাত থেকে চোখ রক্ষা পায়।
  • পানি দিয়ে চোখের মধ্যে ঝাপটা দেওয়া যাবে না।
  • চোখের পাতা বেশি ফুলে গেলে বরফ দিতে পারেন।
  • হাত না ধুয়ে যখন তখন চোখ চুলকানো বা ঘষা যাবে না।
  • চোখ ওঠা শিশুদের আলাদা বিছায়ায় শোয়াতে হবে।
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

চোখ ওঠলে যা যা করা যাবে না:-

  • ধুলাবালি, আগুন, আরো, রোদে যাওয়া যাবে না।
  • ময়লা-আবর্জনাযুক্ত স্যাতসেঁতে জায়গায় যাওয়া যাবে না।
  • পুকুর, নদী-নালায় গোসল করা যাবে না।
  • টেলিভিশন, কম্পিউটার বা মোবাইলের স্কিনের দিকে বেশি ক্ষণ তাকিয়ে থাকা যাবে না।

 

আমাদের সমাজে যে সব কুসংস্কার রয়েছে :-

আক্রান্ত রোগির চোখের দিকে তাকলেই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগে আক্রান্ত হবে। এটা একটি ভ্রান্ত ধারণা যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে।

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button