Digital Marketing

ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে মার্কেটিং করলে সফল হবেন? Digital Marketing

SM ALAMGIR

 

ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে মার্কেটিং করলে সফল হবেন?

 

ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে, মার্কেটিং কাকে বলে ?

মার্কেটিং হলো :  কোন প্রোডাক্ট বা সার্ভিস গ্রাহকের নিকট বিভিন্ন মাধ্যমে প্রচার করাই হলে মার্কেটিং।

মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়-

১) এনালক মার্কেটিং

২) ডিজিটাল মার্কেটিং

 

এনালক মার্কেটিং :

রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন, পেপার-পত্রিকার মাধ্যমে যে মার্কেটিং করা হয়, সেটাকেই এনালক মার্কেটিং বলে।

 

SM ALAMGIR

ডিজিটাল মার্কেটিং

ইলেকট্রনিক ডিভাইজ বা মিডিয়ার মাধ্যমে পণ্য বা সার্ভিস গ্রাহকের কাছে প্রচার করাকেই ডিজিটাল মার্কেটিং বলে।

 

প্রথমেই মেনে নিতে হবে, বর্তমান যুগ ডিজিটাল যুগ। আর আপনি পৃথিবীতে বাস করছেন ডিজিটাল প্রযুক্তির মাঝে। সেই হিসেবে আপনার ব্যবসায়ও অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে হবে। আপনি তুলনামুলকভাবে কম খরচে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করতে পারেন। এতে আপনার সেল বেশি হবে।

 

ডিজিটাল মার্কেটিং এর যে যে মাধ্যমে মার্কেটিং করলে আপনি দ্রুত সফল হবে:

১) ফেসবুক মার্কেটিং

২) ইউটিউব মার্কেটিং

৩) ইমেইল মার্কেটিং

৪) অ্যাফিলিয়েট মার্কেটিং

 

ফেসবুক মার্কেটিং :

বর্তমান যুগে সব থেকে বেশি ও প্রসিদ্ধ মার্কেটিং হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ের দক্ষতা না থাকলে, আপনি কখনই ইনকাম করতে পারবেন। ফেসবুক মার্কেটিং করতে যে বিষয় গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। বর্তমান সময়ে যদি আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে দক্ষতা অর্জন না করেন, তাহলে কখনই আপনি আপনার ব্যবসায়ে লাভবান হতে পারবেন না। আপনি যদি   সম্পূর্ণ লেখাটি পড়েন, তাহলে নিজেরাই সব জানতে পারবেন। ফেসবুক  মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে  see more   -এ  ক্লিক করে বিস্তারিত পড়ে নিন। …………see more

SM ALAMGIR

 

ইউটিউব মার্কেটিং :

বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব। গ্রাহকদের আকর্ষণ করার জন্য ইউটিউব মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউটিউব মার্কেটিং মানে ভিডিও মার্কেটিং । আপনার প্রোডাক্ট বা সার্ভিসের একটি সুন্দর ভিডিও করে তা গ্রাহকের নিকট প্রচার করাই ইউটিউব মার্কেটিং। বর্তমানে ইউটিউব মার্কেটিং জনপ্রিয়তা লাভ করেছে।  একটা সময় মানুষ সামাজিক যোগাযোগ বলতে শুধু ফেসবুক কেই চিনতো। কিন্ত বর্তমান সময়ে ইউটিউব এতোটাই জনপ্রিয় হয়েছে যে, ফেসবুক থেকে এখন মানুষ ইউটিউব বেশি ব্যবহার করে। তাই বর্তমানে সারা পৃথিবীতে গুগল এর পরেই ইউটিউব এর অবস্থান। পিছনে ফেলেছে সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কে। ইউটিউব  মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে  see more   -এ  ক্লিক করে বিস্তারিত পড়ে নিন। …………see more

 

ইমেইল মার্কেটিং :

ইমেইল মার্কেটিং হলো একটি মিডিয়া বা মাধ্যম যার মাধ্যমে আমরা অতি সহজেই আমাদের প্রোডাক্ট বা সার্ভিস গ্রাহকের নিকট প্রচার করতে পারি। ইমেইল মার্কেটিং কম ব্যয়ে আপনি আপনার অডিয়েন্সের নিকট খুব সহজেই পৌছে যেতে পারবেন।  ইমেইল  মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে  see more  -এ ক্লিক করে বিস্তারিত পড়ে নিন। …………see more

SM ALAMGIR

অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো :  আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল বা দক্ষতা ব্যাবহার করে অন্য কারও পণ্য বা  সার্ভিস কমিশনের মাধ্যমে প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তারাই সফল হবে যারা ধৈর্য সহকারে কাজ করে যেতে পারবে।

 

চলবে—-

.

SM ALAMGIR

.

সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ। SM ALAMGIR

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

5 Comments

  1. মার্কেটিং সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করেছেন
    ধন্যবাদ

    1. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্যক ধন্যবাদ আপু।

  2. খুব সুন্দর সাবলীল ভাষায় প্রতিটি লাইন বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button