Lyrics

তাওহিদেরও মুর্শিদ আমার মুহাম্মাদের নাম রিলিক্স Lyrics

Blogger SM ALAMGIR

তাওহিদেরই মুর্শিদ

 

তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম,

মুর্শিদ মুহাম্মদের নাম…..।

ঐ নাম জপিলেই বুঝতে পারি খাদারি কালাম

মুর্শিদ মুহাম্মদের নাম।

 

ঐ নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে

ঐ নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে,

ঐ নামেরই বাতি জ্বেলে দেখি আরশে মোকাম

মুর্শিদ মুহাম্মদের নাম।

 

ঐ নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়

ঐ নামের গুণে পাব আমি খোদার পরিচয়

তাঁর কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম

মুর্শিদ মুহাম্মদের নাম।

 

তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম,

মুর্শিদ মুহাম্মদের নাম…..।

ঐ নাম জপিলেই বুঝতে পারি খাদারি কালাম

মুর্শিদ মুহাম্মদের নাম।

 

 

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Fiverr Gig :

 

Notice Board :

Others Articls :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button