Facebook Marketing

প্রফেশনাল ফেসবুক পেইজের জন্য যা যা লাগে

sm alamgir

আপনার ফেসবুক পেইজকে প্রফেশনাল করার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। কারণ এই পেইজটিই আপনার সম্পদ। সুতরাং একে সুন্দর ও সঠিক ভাবে সাজানো খুবই দরকার।

ফেইসবুক পেইজ সঠিকভাবে সাজানো কেন এত গুরুত্বপূর্ণ?

✅একটা কথা আছে ” আগে দর্শনদারি পরে গুন বিচারি “
অনলাইন বিজনেস এর জন্য ফেইসবুক পেইজ মুলত একটি ভার্চুয়াল দোকান। ডেকোরেশন ছাড়া দোকানের পন্য বিক্রি যেমন বৃদ্ধি পায়না, তেমনি সাজানো পেইজ না থাকলে কাঙ্খিত ক্রেতা পাওয়া যায় না।
✅ একটি আকর্ষনীয় পেইজ ব্রান্ডের মান ও সেল বাড়াতে পারে।
✅ একটি প্রফেশনাল পেইজ ক্রেতাদের আকৃষ্ট করে খুব সহজে ।
✅ যথাযথ নিয়মে সাজানো পেইজ ফেইসবুক এর বিভিন্ন রেস্ট্রিকশন থেকে নিরাপদ রাখে এবং সার্চ রেজাল্ট এ এগিয়ে রাখে।
✅ নিম্নে থাকছে আপনার পেইজের জন্য সঠিক গাইডলাইন। যেগুলো মেনে চললে আপনার পেইজটি ধারন করবে একটি প্রফেশনাল লুক। চলুন তবে এক নজরে দেখে নেই কি কি থাকছে-
১. প্রোফাইল পিকচার/লগো ।
২. কভার ফটো / কভার ভিডিও ।
৩. স্টোরি কভার ফটো ।
৪. স্টোরি কন্টেন্ট ।
৫. পেজ টেমপ্লেট মডিফিকেশন ।
৬. পেজ ট্যাব রি এরেঞ্জমেন্ট ।
৭. পেজ এর এবাউট সেকশন এর সকল তথ্য পূরন ।
৮. সার্ভিস ট্যাব সকল তথ্য পূরন ।
৯. শপ ট্যাব সকল তথ্য পূরন ।
৯. ফুল পেজে অটো মেসেজ পদ্ধতি ।
১০. ইনস্টাগ্রাম একাউন্ট পেজের সাথে যুক্ত করা ।
১১. হোয়াসআপ একাউন্ট করা।
১২. কল টু একশন বাটন যুক্ত কর ।
সহ চমৎকার গ্রাফিক্স এর খেলা  । ইত্যাদি :
.
এই বারটি ধাপের সাথে আরও কি ধাপ আছে, আপনার পেইজটিকে সাজাতে পারলেই তবে আপনার পেইজটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
.
যদি এ ধরনের সার্ভিস আপনার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
.

যোগাযোগ –

Md. Alamgir Hossain
Mob: 01716 216512
E-mail : alamgir25794@gmail.com
.
.
. 
 
   
   
    
   
.
.

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Others Articls :

2 Comments

  1. আসসালামু আলাইকুম ভাইয়া আপনার পোস্ট টি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ।এমন একটা পোস্ট খুব জরুরী ছিল।যারা অনলাইন বিজনেস করছেন তাদের অবশ্যই এইসব বিষয় মেনে সামনে এগিয়ে যেতে হবে।আশা করছি পরবর্তী সময়ে আরো অনেক উপকারী পোস্ট পাবো।ধন্যবাদ আপনাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button