Facebook Marketing

ফেসবুকে ই-কমার্স ব্যবসায় প্রোডাক্টের সুন্দর ছবির গুরুত্ব

SM ALAMGIR

আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিষয় জানা দরকার-

  • আপনি কি ফেসবুকে ব্যবসা করেন ?
  • ফেসবুকে কি আপনার একটি ফেসবুক পেইজ আছে ?
  • আপনার  সেল কেমন হচ্ছে  ?
  • ফেসবুক পেইজ কি সুন্দর ভাবে কাস্টমাইজ করেছেন ?
  • আপনি কি ইউনিক লগো ব্যবহার করেছেন ?
  • কভার ফটো কেমন দিয়েছে ?
  • কোন ভালো এসইও এক্সপার্ট দিয়ে কি পেইজের এসইও করিয়েছেন ?
  • আপনি কি প্রতিদিনই প্রোডাক্টের ছবি আপলোড করেন?
  • আপনি কি আপনার কাঙ্খিত ফলাফল পাচ্ছেন ……… ?

 

এমন হাজারও প্রশ্নের গুনজন আপনার কানে ও মনে ভাসতে পারে। একটু খেয়াল করেন, কথা গুলো কি মিথ্যা ? এগুলোর কি কোন দরকার নেই। বরং আমার মনে হয়, এগুলো প্রশ্নে সাথে আমরা ওতপোতভাবে জরিত। যাই হোক, Come to the Point.

আপনার যাকে ভালো আপনি তার সাথে কথা বলা থেকে শুরু করে, সম্পর্ক, সু-সম্পর্ক, আত্মীয়তা, বন্ধুত্ব, ভালবাসা এমন কি জীবনও বিসর্জন দিয়ে দেন। এসবের একটাই কারণ তাকে আপনার প্রথম দেখাতে খুব ভালো লেগেছে। কথা ক্লিয়ার কিনা ? কথায় কি কোন ভেজাল আছে ? চিল্লাইয়া মার্কেট পাওয়া যাইবো না। যুক্তি দেখাতে হবে। যাই হোক, মূল বিষয়ে আসি।

আপনি যখন একটি প্রোডাক্ট পাইকারি ক্রয় করেন, কিংবা উৎপাদন করেন, তখন চেষ্টা করেন আপনার যাতে ভালো লাগে, সেটাকেই অগ্রাধিকার দেন। এমনকি সেটাই করেন। কথা ঠিক কিনা ?

যে জিনিস আপনার কাছে ভালো লাগবে না, সেটা আপনি কখনই সুন্দর ভাবে কাউকে প্র্রেজেন্টেশন করতেও পারবেন না। যদিও এক্সপার্ট মার্কেটাররা প্রায় সবই করতে পারে। আপনার-আমার মতো আমজনতাদের পক্ষে তা সম্ভব না। সুতরাং আমাদের কাছে যেটা ভালো লাগে, সেটাকেই আমাদের অগ্রাধিকার দিতে হবে।

এখন আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি বিক্রি করবেন, সেটা যদি ভালো ভাবে প্রেজেন্টেশন না করতে পারেন, তাহলে সেই প্রোডাক্ট বা সার্ভিস কখনই কাঙ্খিত সাফলতা পাবে না।

 

exclusive 3 piece for women

 

এ জন্য আপনাকে যা যা করতে হবে-

  • প্রোডাক্টের সুন্দর একটি ছবি তুলতে হবে।
  • ছবি তুলার ক্ষেত্রে মেইন পয়েন্টের দিকে লক্ষ্য বা ফোকাস দিতে হবে।
  • ছবি আঁকা-বাঁকা করা যাবে না।
  • প্রোডাক্টের নির্দিষ্ট কয়েকটি জায়গায় মার্ক করে দিতে হবে। যাতে সবার চোখ পড়ে।
  • প্রোডাক্টের রেজুলেশন ভালো করতে হবে।
  • প্রোডাক্টিতে যে কালার আছে, তা স্পষ্ট করে দেখাতে হবে।
  • কাজের ফিনিসিং গুলো ভালো ভাবে ফোকাস করতে হবে।
  • প্রোডাক্টি সম্পূর্ণ দেখাতে হবে।
  • কখনই প্রোডাক্টের ছবির স্কিন শর্ট দিয়ে আপলোড করা যাবে না।
  • ছবিটিতে অফারের একটি অপশন রাখতে হবে।
  • অফারটিকে লাল কিংবা ইফিক্টিভ কালার দ্বারা ফোকাস করতে হবে।
  • ছবিটিতে আপনার সঠিক ইনফরমেশন উল্লেখ করতে হবে।
  • ফন্টের বা অক্ষরের ধরণ সুন্দর করতে হবে, যাতে সবার নজর পড়ে।
  • ছবিটি যেন বাস্তব মনে হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।
  • প্রতিদিন 20/30 টা ছবি আপলোড করার দরকার নেই।
  • সঠিক বাস্তব মূখী কার্যকর একটি ছবি আপলোড করাই যথেষ্ট।
  • ছবিটিতে ইউনিক কালার ব্যবহার করতে হবে। যা সকলেই পছন্দ করে।
  • সার্ভিস থাকলে তা সুন্দর ভাবে লিখতে হবে।
  • বিভিন্ন স্টাইলে সার্ভিসটি প্রেজেন্টেশন করতে হবে।

 

কথায় আছে, আগে দর্শণধারী, পরে গুণবিচারী।

সুতরাং আপনার প্রোডাক্টের ছবি বা সার্ভিসটি সুন্দর ভাবে প্রেজেন্টেশন করুন। তারপর দেখুন আপনার সেলের জন্য চিন্তা করতে হবে না।

[বি.দ্র : যদি কেউ ব্যক্তিগত সার্ভিস বা প্রোডাক্ট ছবি সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে চান। তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। …………………শর্ত প্রযোজ্য ।  

.

যোগাযোগ

Md. Alamgir Hossain

Mobile : 01716 216512

E-mail : alamgir25794@gmail.com

 

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button