Facebook Marketing

ফেসবুক পেইজে সেল বৃদ্ধি করতে আপনার যা যা করতে হবে

SM ALAMGIR

ফেসবুক পেইজে সেল বৃদ্ধি করতে আপনার যা যা করতে হবে,

তা হলো-

আমি যে ভাবে করেছি, সেটা যদি আপনি ফলো করেন, আশা করি, ফল পাবেন। এগুলো কাজ আমি নিজে খুব দক্ষতার সাথে শিখেছি এবং তা নিজেই বাস্তবায়ন করেছি

.
১) পেইজটা প্রোপার কাস্টমাইজ করেছি।
২) ইউনিক লগো সেট করেছি।
৩) সময় উপযোগী কভার ফটো সেট করেছি।
৪) যথেষ্ট ফলোয়ার সংযুক্ত করেছি।
৫) খুব সুন্দর ভাবে প্রোডাক্টের ছবি ডিজাইন করেছি।
৬) কি-ওয়ার্ড সার্চ করে প্রোডাক্টের কন্টেইন তৈরি করেছি।
৭) কি-ওয়ার্ড সার্চ করে প্রোডাক্টের ডিস্কেপশন লিখেছি।
৮) প্রোডাক্টের খুব সুন্দর অর্গানিক ভিডিও তৈরি করে মার্কেটিং করেছি।
৯) টার্গেট অডিয়েন্সদের একটি তালিকা করেছি।
১০) নতুন নতুন প্রোডাক্ট নিয়ে সরাসরি লাইভ করেছি।
১১) নতুন প্রোডাক্ট কালেকশন করলেই তাদেরকে মেসেঞ্জারে, ই-মেইলে এমনকি মোবাইল ফোনেও কল দিয়ে বা মেসেস দিয়ে জানিয়ে দেই।
১২) কাস্টমারদের সন্তুষ্ট করার জন্য সর্বদা তাদের সাথে যোগাযোগ করেছি। কোন অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছে।
১৩) প্রতিদিন সেল বৃদ্ধি করার নতুন নতুন কৌশল শিখতেছি।
১৪) প্রোডাক্টের মান উন্নত রাখার 100% নিশ্চয়তা প্রদান করছি।
১৫) কাস্টমার সন্তুষ্টির জন্য রিটার্ণ পলিসি যুক্ত করেছি। এমনকি সকল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে রূপান্তরিত করেছে।
.
আল-হামদুলিল্লাহ, এখন যেটাই পোস্ট করি, সেটাই সেল হয়ে যায়। আপনাদের দোয়ায়, এভাবেই সামনে এগিয়ে যাবো । ইনশা আল্লাহ। যাদের সেল হয়না, তারা একটু মিলিয়ে নেন। এখানকার কোন কাজটি আপনি করেন না।
.

My Facebook Page : Trust Market

.
.

 সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Others Articls :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button