Sheikh Mujibur Rahman

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন _ Sheikh Mujibur Rahman_ By sm alamgir

বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষায় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সম্পর্কিত প্রশ্ন থাকেই।

বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সম্পর্কিত প্রশ্ন থাকেই। তাই আজকের এই আয়োজন।

আসুন ‘বঙ্গবন্ধু’ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই-

 

[1] বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? [35th BCS]
উত্তর :  শেখ মুজিবুর রহমান

[2] ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার লেখা? [35th BCS]
উত্তর :   শেখ মুজিবুর রহমান

[3] শেখ মুজিবুর রহমান কে ‘রাজনীতির কবি’ হিসাবে আখ্যায়িত করে কোন সাময়িকী? [35th BCS]
উত্তর :  নিউজউইক

[4] মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে?
উত্তর :  ৫ জুন, ১৯৭১

[5] মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেছিলো?
উত্তর :  লোবেল জেঙ্কিস

[6] ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কীসের মাধ্যমে? [36th BCS] উত্তর :  ওয়ারলেসের মাধ্যমে

[7] বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? [29th BCS] উত্তর :  শেখ মুজিবুর রহমান

[8] ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?
উত্তর :  শেখ মুজিবুর রহমান

[9] বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন? [36th BCS] উত্তর :  ৫ ফেব্রুয়ারী ১৯৬৬

[10] বিরোধীদলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান কবে ছয়দফা উত্থাপন করেন?
উত্তর :  ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬

[11] শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে
ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬

[12] কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর :  লাহোর প্রস্তাব

[13] ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর :  স্বায়ত্বশাসন

[14] ‘বাঙ্গালী জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর :  ছয়দফা

[15] ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয়?
উত্তর :  ম্যাগনাকার্টা বিল

[16] আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উত্তর :  ৩ জানুয়ারী ১৯৬৮

[17] আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল?
উত্তর :  ৩৫ জন (শেখ মুজিব সহ) [ 40 তম বিসিএস]

 

[18]  আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিল?
উত্তর :  শেখ মুজিবুর রহমান

[19] আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল?
উত্তর :  “রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”

[20] কে কখন পূর্ব পাকিস্থানের নামকরণ “বাংলাদেশ” করেন?
উত্তর :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

[21] শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর :  ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

[22] শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?
উত্তর :  তোফায়েল আহমেদ

[23] শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন কে?
উত্তর :  আ স ম আব্দুর রব; ৩ মার্চ, ১৯৭১

[24] শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা
করা হয় কোথায়?
উত্তর :  ঐতিহাসিক পল্টন ময়দানে।

[25] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক?
উত্তর :   ৪-ক

[26] বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত?
উত্তর :  ৫ম তফসিলে।

[27] ২০০৪ সালে বিবিসি’র জনমত জরীপে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়?
উত্তর :   শেখ মুজিবুর রহমান

[28] শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন দেন কোথায়?
উত্তর :  সোহরাওয়ার্দী উদ্যানে।

[29] জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে সর্বপ্রথম বাংলায় ভাষন দেন?
উত্তর :  শেখ মুজিবুর রহমান

[30] শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহ করেন?
উত্তর :  ১৯২০ সালের ১৭ই মার্চ

[31] বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর :  বাইগার।

[32] কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন কক্ষটিকে “বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ” করা হয়েছে?
উত্তর :  ২৩ ও ২৪ নং কক্ষ।

[33] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন?
উত্তর :  ২২ মার্চ, ১৯৭৫ সালে।

[34] সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়?
উত্তর :  ২০০৯ সালে।

[35] সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক?
উত্তর :  ৬ষ্ঠ তফসিল।

[36] “লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার সে দায় এড়াতে পারবে না”___ বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম বিসিএস ] উত্তর :  জেনারেল ইয়াহিয়া খান।

[37] শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?
উত্তর :  ১৯৭৫ সালের ১৫ই আগস্ট

[38] শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ?
উত্তর :  ১০ই জানুয়ারি

[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?
উত্তর :  ১৭ মার্চ।

[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর :  ১৫ আগস্ট।

[41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে?
উত্তর :   মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)

নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?
উত্তর :  ২০২০-২০২১

[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?
উত্তর :  ২০২০ সালে

[44] ” কারাগারের রোজনামচা” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

[45] “আমার কিছু কথা” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

 

চলবে——- 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button