Bangla Literature

বাংলা সাহিত্য II প্রশ্নোত্তরে II শ্রীকৃষ্ণকীর্তন II BCS, BANK, NTRCA, PRIMARY, PSC, UNIVERSITY ADMISSION TEST

Md. Alamgir Hossain

বিসিএস বাংলা সাহিত্য:

প্রশ্নোত্তরে : শ্রীকৃষ্ণকীর্তন

.

১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচিয়তা—

(ক) চণ্ডীদাস (খ) বড়ু চণ্ডীদাস (গ) দ্বিজ চণ্ডীদাস (ঘ) দীন চণ্ডীদাস

২. কার মতে শ্রীকৃষ্ণকীর্তন–এর লিপিকাল অষ্টাদশ শতাব্দীর শেষভাগ?

(ক) মুহম্মদ শহীদুল্লাহ্ (খ) সুকুমার সেন (গ) বসন্তরঞ্জন রায় (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

৩. খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

(ক) চর্যাপদ (খ) শ্রীকৃষ্ণকীর্তন (গ) ইউসুফ-জুলেখা (ঘ) পদ্মাবতী

৪. শ্রীকৃষ্ণকীর্তন–এর ভাষা কোন সময়কার বাংলা ভাষার বৈশিষ্ট্য বহন করছে?

(ক) প্রাচীন যুগের বাংলা (খ) আদি মধ্যযুগের বাংলা (গ) অন্তা মধ্যযুগের বাংলা (ঘ) আধুনিক যুগের বাংলা

৫. আধুনিককালের সবেচেয়ে বড় লিপিবিশারদ—

(ক) মুহম্মদ শহীদুল্লাহ্ (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(গ) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

৬. মধ্যযুগের আদি কবি—

(ক) কাহ্নপা (খ) বিদ্যাপতি (গ) বড়ু চণ্ডীদাস (ঘ) মালাধর বসু

৭. বড়ু চণ্ডীদাসের জন্মস্থান কোনটি?

(ক) বীরভূম জেলার নান্নুরু গ্রাম (খ) বীরভূম জেলার কাঁকিল্যা গ্রাম

(গ) বাঁকুড়া জেলার নান্নুরু গ্রাম (ঘ) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম

৮. কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত হয়?

(ক) ১৩০৭ বঙ্গাব্দে (খ) ১৩০৯ বঙ্গাব্দে (গ) ১৩১৬ বঙ্গাব্দে (ঘ) ১৩২৩ বঙ্গাব্দে

৯.‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি দিয়েছেন—

(ক) মুহম্মদ শহীদুল্লাহ্ (খ) সুকুমার সেন (গ) বসন্তরঞ্জন রায় (ঘ) বড়ু চণ্ডীদাস

১০. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল—

(ক) ১৩০০ খ্রিষ্টাব্দ (খ) ১৩৫০ খ্রিষ্টাব্দ (গ) ১৪০০ খ্রিষ্টাব্দ (ঘ) ১৪৫০ খ্রিষ্টাব্দ

১১. শ্রীকৃষ্ণকীর্তন–এর ভেতরে পাওয়া চিরকুটে কোন নামটি লেখা ছিল?

(ক) শ্রীকৃষ্ণলীলা (খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ (গ) শ্রীকৃষ্ণভগবত (ঘ) শ্রীগোকুল

১২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ১৩টি খণ্ডের মধ্যে একমাত্র কোন খণ্ডের শেষে ‘খণ্ড’ শব্দ যোগ করা হয়নি?

(ক) প্রথম (খ) সপ্তম (গ) একাদশ (ঘ) ত্রয়োদশ

১৩.‘কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে।’ —কোন খণ্ডের উদ্ধৃত অংশ?

(ক) তাম্বুলখণ্ড (খ) দানখণ্ড (গ) বংশীখণ্ড (ঘ) রাধাবিরহ

১৪. শ্রীকৃষ্ণকীর্তন–এর দ্বিতীয় খণ্ড কোনটি?

(ক) জন্মখণ্ড (খ) তাম্বুলখণ্ড (গ) বংশীখণ্ড (ঘ) রাধাবিরহ

 

১৫. কৃষ্ণ ও রাধার স্বর্গীয় নাম যথাক্রমে—

(ক) বিষ্ণু ও লক্ষ্মী (খ) হর ও গৌরী (গ) শিব ও দুর্গা (ঘ) ব্রহ্মা ও মেনকা

 

১৬. বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণবিষয়ক প্রথম কাহিনিকাব্য কোনটি?

(ক) গীতগোবিন্দ (খ) শ্রীকৃষ্ণকীর্তন (গ) শূন্যপুরাণ (ঘ) সেক শুভোদয়া

 

১৭. ‘আকুল শরীর মোর বেআকুল মন।/ বাঁশীর শবদেঁ মো আউলাইলোঁ রান্ধন \’—কোন কবির রচনা?

(ক) বিদ্যাপতি (খ) বড়ু চণ্ডীদাস (গ) জ্ঞানদাস (ঘ) পদাবলীর চণ্ডীদাস

 

১৮. নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চরিত্র নয়?

(ক) রাধা (খ) কৃষ্ণ (গ) বড়ায়ি (ঘ) ঈশ্বরী

 

১৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন?

(ক) বসন্তরঞ্জন রায় (খ) রাজা রাজেন্দ্রলাল মিত্র (গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) বিদ্যাপতি

২০. বাংলা ভাষায় রচিত দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খণ্ডে বিভক্ত?

(ক) নয় (খ) এগারো (গ) তেরো (ঘ) পনেরো

 

২১.শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পাদনা করেন—

(ক) মুহম্মদ শহীদুল্লাহ (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) বসন্তরঞ্জন রায়

 

২২.মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চণ্ডীদাস কে?

(ক) দীন চণ্ডীদাস (খ) দ্বিজ চণ্ডীদাস (গ) বড়ু চণ্ডীদাস (ঘ) চণ্ডীদাস

 

২৩.‘বাসলী (বাশুলী) চরণে চণ্ডীদাস এই গান গাইলেন’—এখানে ‘বাসলী’ কে?

(ক) রাধা (খ) কৃষ্ণ (গ) বিশালাক্ষী দেবী (ঘ) চণ্ডী উপাস্য দেবতা

 

২৪. শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়—

(ক) নেপালের রয়েল লাইব্রেরি থেকে (খ) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে

(গ) বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগার থেকে (ঘ) বার্মার এক গৃহস্থবাড়ির গোয়ালঘর থেকে

 

২৫.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রকাশিত হয়—

(ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে (খ) শ্রীরামপুর মিশন থেকে

(গ) রামকৃষ্ণ মিশন থেকে (ঘ) কলকাতার বাংলা আকাদেমি থেকে

 

উত্তর

১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ

১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. ক.

সবাই কে ধন্যবাদ।

 

 

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button