Lyrics

বাবা ! বাবা মানে হাজার বিকেল !! কিছু কিছু ছবি পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়

Blogger SM ALAMGIR

বিজ্ঞ জনরা বলে থাকেন “ সূর্যের তাপ এবং পিতার শাসন সহ্য করার ক্ষমতা রাখতে হয়। কেননা, এই দুটোই জীবন থেকে হারিয়ে গেলে, জীবনে গভীর অন্ধকার নেমে আসে।”

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ !!!

 

আমি যতই এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানাপোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি

বাবার কাছে হইনা কাল আমি কোনটিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামনণি !!!

 

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূণ্যতা বাবা মানে অনেক পূর্ণতা

 

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হেইনি আজ বাবা তোমার কাছে

চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে

মা বলে ডাকবে বল সারা জীবন ধরে

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি !!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button