“বিজয়ের পতাকা“
ফেরদৌসী হক রুমা
.
স্বাধীনতা হে স্বাধীনতা…
তুমি আছো বলেই আমরা আজও বেঁচে আছি।
স্বাধীনতা আমার স্বাধীনতা…
লাল সবুজের ঐ পতাকার শোঁ শোঁ শব্দে আজও কান পাতিয়াছি…
আজ এই বিজয় দিবসে আমরা স্বাধীনতা পেয়েছি।
এ নয় এক কুঁড়িয়ে পাওয়ার এক সংস্কার…
লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত এক নতুন উপহার।
মুক্তির ইতিহাসের বাঁকে বাঁকে…
আমার সোনার বাংলার বিজয়ের চোখে।
.
বিজয় মানে ১৬ই ডিসেম্বর লাখো শহীদের রক্তভেজা ঘ্রান…
বিজয় তুমি লাখো বাঙালির মুক্তিকামী প্রাণ।
বিজয় মানে বলতে পারা লিখতে পারা কথা…
বিজয় মানে লাল সবুজের একখানি সংগ্রামী পতাকা।
.
বিজয় মানে ন্যায়ের পথে অবিরাম আন্দোলন…
বিজয় মানে বাংলার বুকে উজ্জীবিত জাগরণ।
বিজয় মানে এই পৃথিবীর বর্ণীল আকাশের বর্নমালা…
বিজয় মানে আমায় দিয়েছে আজ এই উপহার…
বিধাতার কি আশ্চর্য এই অসীম খেলা।
.
বিজয় মানে সব হারিয়ে ফিরে পেলাম এই দেশ…
বিজয় মানে লাল সবুজের রক্তিম আলোয় বেশ…
বিজয় মানে স্বাদটি কভু হবে নাকো শেষ ।।
.
.