বিভিন্ন কবিদের ছদ্মনাম
শেয়ার করে রাখতে পারেন উপকারে আসবে আশা করি
কালি প্রসন্ন সিংহের ছদ্মনাম – হুতোম পেঁচা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম – কমলাকান্ত
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম – হাবু শর্মা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম (৯টি) – ভানুসিংহ ঠাকুর, অশপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম (৮টি) – ধূমকেতু, নুরু, নরু, তারাক্ষাপা, নজরুল এছলাম, মোহম্মদ লোক হাসান, বাগনান, কহ্লন মিশ্র
প্রমথ চৌধুরীর ছদ্মনাম – বীরবল
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম – বনফুল
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম – নীললোহিত,সনাতন পাঠক,নীল উপাধ্যায়।
মোহিত লাল মজুমদারের ছদ্মনাম – সত্য সুন্দর দাস
জসীমউদ্দিনের ছদ্মনাম – জমীরউদ্দিন মোল্লা,তুজম্বর আলী
সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম – সত্যপীর/ মুসাফির/ প্রিয়দর্শী
অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম – লীলাময় রায়
প্যারীচাঁদ মিত্রের ছন্মনাম – টেকচাঁদ ঠাকুর
প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম – কৃত্তিবাস ভন্দ্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম – কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম – ক্বচিৎপ্রৌঢ়
বিমল মিত্রের ছদ্মনাম – জাবালি
আবুল ফজলের ছদ্মনাম – শমসের উল আজাদ
এম ওবায়দুল্লাহ এর ছদ্মনাম – আশকার ইবনে শাইখ
রোকনুজ্জামান খানের ছদ্মনাম – দাদা ভাই
রাজশেখর বসু এর ছদ্মনাম – পরশুরাম
নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম – বানভট্ট
নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম – সুনন্দ
বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম – যাযাবর
মধুসূদন মজুমদারের ছদ্মনাম – দৃষ্টিহীন
বিমল ঘোষের ছদ্মনাম – মৌমাছি
শমরেশ বসুর ছদ্মনাম – কালকূট
চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম – জরাসন্ধ
কালিকান্দের ছদ্মনাম – অবধূত
হরিনাথ মজুমদারের ছদ্মনাম – কাঙাল হরিনাথ
সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম – চিত্র গুপ্ত
ডঃ মনিরুজ্জামানের ছদ্মনাম – হায়াৎ মামুদ
অহিদুর রেজার ছদ্মনাম – হাসন রাজা
মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম – সেলিম আল দীন
সোমেন চন্দ্রের ছদ্মনাম – ইন্দ্রকুমার সোম
অনন্ত বড়ু এর ছদ্মনাম – বড়ু চন্ডিদাস
অচিন্তাকুমার সেনগুপ্তের ছদ্মনাম – নীহারিকা দেবী
কাজেম আল কোরায়েশীর ছদ্মনাম – কায়কোবাদ
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম – গাজী মিয়া
.
Thanks