First Batch : Master Class

ব্র্যান্ডিং ইউটিউব চ্যানেলে খুলে কিভাবে ইনকাম করবেন | মাস্টার ক্লাশ – 01 _ Advanced IT Academy

Advanced IT Academy

“সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন,

কাজ শিখুন, স্বনির্ভরশীল হোন-”

Advanced IT Academy এর পক্ষ থেকে আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে, ইউটিউব সার্ভিস নিয়ে ফ্রিলান্সিং করার সুবর্ণ সুযোগ।  ইউটিউব সার্ভিসের সকল কাজ শিখে আপনিও হতে পারেন একজন সফল ও দক্ষ ফ্রিলান্সার। এজন্য দরকার শিখার আগ্রহ , ধৈর্য ও কঠোর পরিশ্রম।

আপনি সরাসরি লাইভ ক্লাশেও উপস্থিত থাকতে পারবেন। এ জন্য আমাদের Advanced IT Academy – এর ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। যখন ক্লাশ শুরু হবে তখন লাইভ ক্লাশ লিংক গ্রুপে পোস্ট করা হবে। নিচের গ্রুপের লিংক যুক্ত করা হলো।

এডভান্স আইটি একাডেমী – গ্রুপে সব ধরনে ফ্রিলান্সিং টিপস নিয়ে আলোচনা করা হয়,  যদি সাপোর্ট লাগে, গ্রুপে পোস্ট করার সাথে সাথে আপনি সাপোর্ট পেয়ে যাবেন।

আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্কাইব করে রাখতে পারেন। সেখানে লাইভ ক্লাশের ভিডিও কোন প্রকার এডিট ছাড়াই আপলোড করা হয়। নিচে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক যুক্ত করা হলো-

.

নিচের ইউটিউব সার্ভিসের প্রথম ক্লাশের লিংক যুক্ত করা হলো-

মাস্টার ক্লাশ – 01

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button