সাধারণ বিজ্ঞান || BCS, BANK, NTRCA, PSC, PRIMARY, ADMISSION TEST & ANY KIND OF JOB
Md. Alamgir Hossain
বিষয় : সাধারণ বিজ্ঞান
.
১. রক্তের কোন অংশ হতে বিলিরুবিন তৈরি হয়?
ক. হিম
খ. গ্লোবিন
গ. হিমোগ্লোবিন
ঘ. রক্তরস
উত্তরঃ ক
২. রক্ত জমাটে কোন ধাতুর ভূমিকা আছে?
ক. পটাসিয়াম
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. আয়রন
উত্তরঃ খ
৩. ফ্যাগোসাইটোসিস কোন কণিকার কাজ-
ক. লোহিতকণিকা
খ. অণুচক্রিকা
গ. শ্বেতকণিকা
ঘ. কোনটা নয়।
উত্তরঃ গ
৪. রক্ত জমাট বাধার মূল ক্যাক্টর কতটি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ ক
৫. AB রক্তের গ্রুপে কোন এন্টিবডি থাকবে?
ক. a
খ. b
গ. ab
ঘ. নেই
উত্তরঃ ঘ
৬. কপাটিকা থাকে কোনটিতে?
ক. ধমনি
খ. শিরা
গ. অলিন্দ
ঘ. নিলয়
উত্তরঃ খ
৭. মস্তিষ্কে নিউরনের সংখ্যা প্রায় কত?
ক. ১০ বিলিয়ন
খ. ১০০ বিলিয়ন।
গ. ১০ কোটি।
ঘ. ১০০ কোটি।
উত্তরঃ ক
৮. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটা?
ক. থ্যালামাস।
খ. হাইপোথ্যালামাস।
গ. সেরিবেলাম
ঘ. সেরেব্রাম
উত্তরঃ খ
৯. ফেসিয়াল স্নায়ুর শাখা কয়টি?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ গ
১০. বাগান সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
ক. হর্টিকালচার
খ. এভিকালচার
গ. সিলভিকালচার
ঘ. আরবরিকালচার
উত্তরঃ ঘ
১১. পেশিকলার উৎপত্তি কোথায়?
ক. এক্টোডার্ম
খ. মেসোডার্ম
গ. এন্ডোডার্ম
ঘ. কোনটা নয়
উত্তরঃ খ
১২. কোষের প্যাকেজিং কেন্দ্র কোথায়?
ক. রাইবোজোম
খ. লাইসোজোম।
গ. গলগি বডি
ঘ. প্রোটোপ্লাজম
উত্তরঃ গ
১৩. ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক. প্রোটিন
খ. লিপিড
গ. পলিমার।
ঘ. কাইটিন
উত্তরঃ ঘ
১৪. জিন এর রাসায়নিক গঠন উপাদান কী?
ক. RNA
খ. DNA
গ. ATP
ঘ. TNA
উত্তরঃ খ
১৫. প্রিয়ন কী দিয়ে তৈরি?
ক. প্রোটিন
খ. নিউক্লিক এসিড
গ. DNA
ঘ. RNA
উত্তরঃ ক
১৬. সার্স হয় কোন ভাইরাস দিয়ে?
ক. ফ্ল্যাভি
খ. ভেরিওলা
গ. রুবিওলা
ঘ. করোনা
উত্তরঃ ঘ
১৭. কলেরা রোগ হয় কিসের দ্বারা?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া
ঘ. ইস্ট
উত্তরঃ খ
১৮. নিচের কোনটি দ্বারা মহামারি হয়েছিল?
ক. জন্ডিস
খ. ক্যান্সার
গ. ডায়াবেটিস
ঘ. প্লেগ
উত্তরঃ ঘ
১৯. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ বেশি হয় ?
ক. ৩৬-৩৭
খ. ২০-৩৫
গ. ২২-৩৫
ঘ. ২৫-৩৭
উত্তরঃ গ
২০. ডেংগু ভাইরাসের জেনেটিক কোড কী?
ক. H1N1
খ. H2N2
গ. NS1
ঘ. NS2
উত্তরঃ গ
২১.সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী পরিমাণে হয় কোন আলোতে?
ক).সবুজ
খ.নীল
গ.বেগুনী
ঘ).লাল
উত্তর: ঘ
২২।শ্বসন বিক্রিয়ায় কী তৈরি হয়?
ক. শক্তি ও অক্সিজেন
খ. শক্তি ও কার্বনডাইঅক্সাইড
গ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
ঘ. শক্তি, কার্বন ডাই অক্সাইড ও পানি
উত্তর: ঘ
২৩। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ?
ক. প্লেগ
খ. স্প্যানিশ ফ্লু
গ. কলেরা
ঘ. টাইফয়েড
উত্তর: খ
২৪। কফি উদ্ভিদের কোন অংশ পানীয় হিসেবে ব্যবহার হয়?
ক. পাতা
খ. বীজ
গ. মূল
ঘ. কান্ড
উত্তর: খ
২৫) নিচের কোনটি একবীজপত্রী?
ক. ভুট্টা
খ. মটর
গ. ছোলা
ঘ. শিম
উত্তর: ক
২৬)রক্ত লাল কিসের উপস্থিতির জন্য?
ক. বিলিরুবিন
খ. বিলিভার্ডিন
গ. ইউরোক্রোম
ঘ. হিমোগ্লোবিন
উত্তর: ঘ
২৭) রক্ত জমাট বাধার জন্য সহায়ক কোন ধাতু?
ক. পটাশিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. সোডিয়াম
উত্তর: গ
২৮) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক. ৯৮.৪ ফারেনহাইট
খ. ৯৮.৪ সেলসিয়াস
গ. ৯৮.৪ কেলভিন
ঘ. সবগুলো
উত্তর: ক
২৯) মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: খ
৩০) কোনটা হৃদরোগের কারণ?
ক. ঘুম
খ. ধুমপান
গ. খাদ্য গ্রহণ
ঘ. রক্তপাত
উত্তর: খ
৩১) অগ্ন্যাশয় কী ধরনের গ্রন্থি?
ক. অন্তঃক্ষরা
খ. বহিঃক্ষরা
গ. মিশ্র
ঘ. কোনটা নয়
উত্তর: গ
৩২) নালীবিহীন গ্রন্থি হতে আসে-
ক. এনজাইম
খ. হরমোন
গ. পিত্তরস
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
উত্তর: খ
৩৩) কোনটা বেশি থাকা ভালো?
ক. LDL
খ. Triglyceride
গ. HDL
ঘ. Cholesterol
উত্তর: গ
৩৪)) বৃক্কের কার্যকরী একক-
ক. নেফ্রন
খ. নিউরন
গ. এলভিওলাস
ঘ. ডায়াফ্রাম
উত্তর: ক
৩৫)) মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কী?
ক. অগ্ন্যাশয়
খ. যকৃত
গ. পিটুইটারি
ঘ. থাইরয়েড
উত্তর: খ
৩৬) অস্থি পরস্পর যুক্ত থাকে কিসের দ্বারা?
ক. লিগামেন্ট
খ. টেন্ডন
গ. অস্টিওসাইট
ঘ. সবগুলো
উত্তর: ক
৩৭) ফুসফুসের পর্দাকে কী বলে?
ক. মেনিনজেস
খ. পেরিওস্টিয়াম
গ. প্ল্যুরা
ঘ. পেরিকার্ডিয়াম
উত্তর: গ
৩৮) Language of Life বলা হয়
ক) ক্রোমোজোমকে
খ) ২০টি অ্যামিনো এসিড দিয়ে গঠিত প্রোটিনকে
গ) রাইবোজোমকে
ঘ) সাইটোপ্লাজমকে
উত্তর: খ
৩৯) অতিরিক্ত শর্করা প্রাণীদেহে কী হিসেবে জমা থাকে?
ক. গ্লাইকোজেন
খ. গ্লুকোজ
গ. গ্লুকাগন
ঘ. ফ্রুক্টোজ
উত্তর: ক
৪০) যেসব প্রাণী এক মানবদেহে থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে বলে
ক) ভেক্টর
খ) প্রিয়ন
গ) প্লাজমা
ঘ) ইন্টারফেরন
উত্তর: ক
৪১)উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার ?
ক)২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: ক
৪২) কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা?
ক. গলগি বডি
খ. নিউক্লিয়াস
গ. সাইটোপ্লাজম
ঘ. রাইবোজোম
উত্তরঃ ঘ
৪৩) প্রাণী দেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কি?
ক)এন্টিবডি
খ) এন্টিজেন
গ) ভেক্টর
ঘ) প্যাথেজেনিক
উত্তর: ক
৪৪) মানব দেহে জিনের সংখ্যা কতটি ?
ক. ২০,০০০
খ.২২,০০০
গ. ২৩,০০০
ঘ. ৪০,০০০
উত্তরঃ ঘ
৪৫) করোনা ভাইরাসের কয়টি স্ট্রেইন আবিষ্কৃত হয়েছে?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ ঘ
৪৬) যেসব অণুজীব রোগজীবাণু সৃষ্টি করে তাদের বলা হয়-
ক)এন্টিবডি
খ) এন্টিজেন
গ) ভেক্টর
ঘ) প্যাথেজেনিক
উত্তর: ঘ
৪৭) সবুজ ফল পাকলে হলুদ হয় কোনটি কারণে ?
ক) ক্রোমোপাস্ট
খ) লাইকোপিন
গ) জ্যান্থোফিল
ঘ) ক্লোরোপাস্ট
উত্তর: গ
৪৮) ফলগাছ চাষাবাদ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ?
ক) হর্টিকালচার
খ) আরবিকালচার
গ) পমোলজি
ঘ) এন্টমোলজি
উত্তর: গ
৪৯) কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে ?
ক) নিউক্লিয়াস
খ) সাইটোপ্লাজম
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) ডিএনএ
উত্তর: গ
৫০) উদ্ভিদ মাটি হতে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে ?
ক) জাইলেম
খ)ফ্লোয়েম
গ) ফাইবার ব্লাস্ট
ঘ) স্কেলেরেন
উত্তর: ক