মেডিক্যাল সেক্টরে লজ্জার কোন স্থান নেই। মেডিক্যাল সেক্টরের সব কিছু জেনে রাখা ভালো। অনেকের কাছে এটা হাসির বিষয়। না, এটা হাসির কোন বিষয় নয় বরং নারীর স্তন স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাওয়া বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। অনেক ক্ষেত্রে নারীর স্তন অতিরিক্ত বড় হওয়া নিচের দিকে ঝুলে পড়ে। যার এই সমস্যা নেই তার কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও যার সমস্যাটি আছে তার জন্য এটি বিব্রতকর। কারণ এই ধরনের পেসেন্ট গভীর ডিপ্রেসনে ভোগে।
Breast Reduction Surgery :
মেয়েদের অতিরিক্ত বড় ও ঝুলে যাওয়া স্তনকে ছোট ও ফিট করার সার্জারিকে Breast Reduction Surgery বলে। এই সার্জারির উদ্দেশ্য হলে মেয়েদের বাকি শরীরের অনুপাতে ছোট ও সুঠাম স্তনের অধিকারী করে দেওয়া। এই সার্জারির মাধ্যমে তার অতিরিক্ত ত্বক, চর্বি ও ব্রেস্ট টিস্যু অপসারণ করা হয়। এই অপারেশন সম্পূর্ণ অজ্ঞান বা জেনারেল এনেস্থেশিয়া দিয়ে করা হয়।
.
.
ব্রেস্ট রিডাকশন সার্জারি খরচ
ব্রেস্ট রিডাকশন সার্জারির খরচ নির্দিষ্ট ভাবে বলা মুশকিল। কারণ এটা একেক জনের খরচ একেক রকম হয়। খরচ টা কয়টা ভাগে ভাগ করা যায়। যেমন:
- টেস্ট/পরীক্ষা :
- হাসপাতাল খরচ :
- টিম চার্জ :
- মেডিসিন :
স্বাধারনত এই ধরনের অপারেশন 60,000 টাকা থেকে 120,000 টাকার মধ্যে হয়ে থাকে। কম-বেশি হতে পারে ( কম-বেশি হতে পারে )।
.
বিশেষ সতর্কতা :
এই সার্জারী অনেকটা সৌন্দর্য্য বৃদ্ধিকরণ। এক্ষেত্রে অবশ্যই ভালো মানের ডাক্তার দ্বারা সার্জারী করানো উচিত।
ভালো রেজাল্টের জন্য আপনার কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে:
- অবশ্যই কসমেটিক সার্জান হতে হবে।
- সার্জন সিনিয়র প্রফেসর হলে ভালো।
- সার্জন বিভাগীয় প্রধান বা সাবেক বিভাগীয় প্রধান হলে সব থেকে ভালো
সার্জারির দিন নিম্ন বর্ণিত পরীক্ষা থেকে দুই/তিনটি পরীক্ষা করা লাগতে পারে,
- BT
- CT
- CBC
- Blood Group
- X-Ray
.
.
কিভাবে সার্জারি করা হয়-
প্রথমে জেনারেল এনেস্থেশিয়া বা অজ্ঞান করা হয়। তার পর স্তনে চতুর্দিকে মার্ক করা হয় এবং সেই অনুযায়ী সার্জারী করা হয়। এর পর খুব সতর্কতার সহিত অতিরিক্ত ত্বক, চর্বি ও ব্রেস্ট টিস্যু বের করা হয়। এর পর ভিতর থেকে ভিকরিল সুতা দিয়ে কসমেটিক সেলাই দেওয়া হয়। যা কখন কাটতে হয় না। শরিরের সাথে মিশে যায়। ভিতরের কসমেটিক সেলাইকে সাপোর্ট দেওয়ার জন্য উপরে লায়লন সুতা দিয়ে সেলাই দেওয়া হয়। এই সেলাই টি 10 থেকে 12 দিনের মধ্যে কেটে ফেলতে হয়।
সার্জারির সময় নিচের দিকে একটি ড্রেন বা নল লাগিয়ে দেওয়া হয়, যাতে ভিতরের অবাঞ্চিত রক্তগুলো বেরিয়ে আসতে পারে। যার ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। 3 থেকে 5 দিনের মধ্যে আর রক্ত আসে না । তবে অনেকের 3 দিনের মধ্যেই সব সমাধান হয়ে যায়। যখন আর রক্ত আসেনা, তখন ড্রেন বা নল বের করে একটি ড্রেসিং করতে হয়।
সার্জারির ৭/১০ দিন পর শুকানোর উপর নির্ভর করে অল্টারনেটিভ করে সেলাই কাটা হয়। মানে একটি রেখে পরের টা কাটা হয়, তাতে ফাঁক হওয়ার সম্ভাবনা থাকে না এবং সেই দিনই আরেকটি ড্রেসিং করলে ভালো হয়। ১০/১২ দিন পর সমস্ত সেলাই কেটে দেওয়া হয়।
অজ্ঞান করে এই সার্জারি করলে অপারেশন থিয়েটারে বা ওটিতে ৭,৫০০/৯,০০০ টাকার (কম-বেশি হতে পারে) মত মেডিসিন লাগে।
সার্জারির প্রথম দিন থেকে সাত দিন এ্যান্টিবাইক ইনজেশকশন দু’বার (সকাল এবং বিকাল) নিতে হয়। এ্যান্টিবাইকের দাম ৪৫ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকা বিভিন্ন দামের আছে। আপনার সামর্থ অনুযায়ী এ্যান্টিবাইক ইনজেশকশন নিতে হবে।
.
.
কয়টি ড্রেসিং করতে হবে ?
সার্জারির ৩ থেকে ৫ দিনের মধ্যে একটি ড্রেসিং এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে একটি ড্রেসিং করতে হয়। বিশেষ প্রয়োজনে আরো একটি ড্রেসিং বেশি লাগতে পারে। আপনাকে ধরে নিতে হবে, ২ অথবা ৩ টি ড্রেসিং করতে হবে। (ড্রেসিং চার্জ একেক হাসপাতালে একেক ধরনের হয়ে থাকে । প্রতি ড্রেসিং ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ড্রেসিং চার্জ লাগতে পারে। তবে অধিকাংশ হাসপাতলে এই অপারেশনের ড্রেসিং চার্জ ৫০০ টাকা ধরে থাকে।
[ বি.দ্র: ড্রেন বা নল খোলার দিন অবশ্যই একটি ড্রেসিং করে নিবেন এবং সেলাই কাটার দিন আরো একটি ড্রেসিং করে নিবেন। ]
অপারেশনের ভিডিও লিংক-
- https://www.youtube.com/watch?v=66HTCCSgFuw
- .
- সার্জারীর গোপনীয়তা বজায় রাখতে সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হলো না।
.
সার্জারীর করা পর যা করবেন
- অপারেশনের পর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাই ৭ দিন খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
- ভিটামিন সি জাতীয় খাদ্য বা ফল খেলে হবে।
- অপারেশনটা যদি ছোট, তবুও ৩ সপ্তাহ সাবধানে থাকতে হবে।
- যাতে সেলাই ফেটে না যায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।
- কয়েক মাস কোন প্রকার চাপ দেওয়া যাবে না।
কোন প্রকার সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যদি কোন সমস্যা হয়, তাহলে ডাক্তার প্রয়োজনে হালকা সার্জারীর মাধ্যমে সমস্যাটি সমাধান করে দিবেন। তবে এর জন্য আপনাকে কিছু দিন অপেক্ষা করতে হবে। এই সার্জারী রিকভারি সময় 90/160 দিন হয়ে থাকে। ভালো রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরতে হবে। প্রত্যেক ডাক্তারের ভালো-খারাপ রেজাল্ট হয়ে থাকে। ডাক্তাররা সব সময় ভালো টা সবার সামনে ফোকাস করে। খারাপ রেজাল্টের কথা কেউ বলে না। তবে খারাপ রেজাল্ট খুব কমই হয়। এটা অনেকটা আপনার ভাগ্য।
.
.
আমার ব্যক্তিগত বক্তব্য :
- সার্জারির করার সিদ্ধান্ত আপনি দিবেন এবং ডাক্তার অপারেশন করবেন। হাতের মাধ্যমে এই অপারেশন টা করা হয় সুতরাং অপারেশন ভালো বা মন্দ যে কোনটাই হতেই পারে। তবে ডাক্তার কখনো নিজের সুনাম নষ্ট করার জন্য মন্দ ভাবে সার্জারি করবেন না। অনাকাঙ্খিত কারণে কাঙ্খিত রেজাল্ট নাও হতে পারে। তবে ডাক্তার যেভাবে বলবে ঠিক সেই ভাবেই মেনে চলতে হবে।
- সার্জারির পর যদি কোন সমস্যা দেখা দেয়, তাহলে ডাক্তার এর নিকট আসতে হবে এবং ডাক্তার সমস্যা সমাধান করে দিবেন এক্ষেত্রে আমার সহযোগিতা লাগলে, আমি অবশ্যই সহযোগিতা করবো। ইনশা আল্লাহ।
- অপারেশনে রেজাল্ট আসতে 90/160 দিন সময় লাগে । সুতরাং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এর আগে কোন সমস্যা মনে হলে ডাক্তার কে জানাতে হবে। ডাক্তার যে ভাবে চলতে বলবে, সেই ভাবে চলতে হবে । অহেতুক কোন প্রকার টেনশন করা যাবে না।
- হাতের মাধ্যমে এই অপারেশন টা করা হয় সুতরাং সমস্যা হতেই পারে, তাই অপারেশন এর পরে কোন সমস্যা হলে এর ফুল মেডিক্যাল সাপোর্ট বা সমাধান ডাক্তার দিবেন। আপনার যদি কোন সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে বলবেন, আমি আপনাকে যথেষ্ট সহযোগিতা করবো। ইনশা আল্লাহ।
- ভর্তির আগে কোন প্রকার টাকা এডভান্স করতে হয় না। যেদিন অপারেশন হবে, সেই দিন হাসপাতালে ভর্তির সময় রিসিপশনে টাকা জমা দিয়ে রিসিভ নিবেন। হাসপাতালের রিসিপশন ছাড়া অন্য কোথাও বা কারো কাছে টাকা লেনদেন করবেন না। রিসিপশনের রিসিভ ছাড়া যদি লেনদেন করেন, সেক্ষেত্রে সমস্যা হলে, আমাকে দায়ি করতে পারবেন না।
- 200+ পেসেন্টের অপারেশনের বাস্তব নিজ অভিজ্ঞতা থেকে কথা গুলো বললাম।
- জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কোন প্রকার সমস্যা হলে, আমাকে দায়ি বা দোষারূপ করতে পারবেন না। আপনার যদি কোন সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে বলবেন, আমি আপনাকে যথেষ্ট সহযোগিতা করবো। ইনশা আল্লাহ।
ডাক্তার এর পরিচয়-
প্রফেসর ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ
সাবেক পরিচালক
সাবেক বিভাগীয় প্রধান
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিট
উপরোক্ত বিষয় গুলো বিবেচনা করে যদি চলতে রাজি থাকেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন । আমি আপনার অপারেশনের সমস্ত বিষয়ে সহযোগিতা করবো। ইনশা আল্লাহ।
যদি কোন কিছু জানার প্রয়োজন হয় বা সব কিছু জানার পর যদি আপনি ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে চান তাহলে নিম্নে নাম্বারে যোগাযোগ করতে পারে।
.
>>যোগাযোগ <<
মো: আলমগীর হোসাইন
Mobile : 01716 216512 (Imo/what’s up)
Email : alamgir25790@gmail.com
.
.
এছাড়াও ওনি যে যে রোগের চিকিৎসা প্রধান করে থাকেন-
.
.
.
.
.
আমাদের আরো পপুলার আর্টিকেল
- Md. Alamgir Hossain _ মোঃ আলমগীর হোসাইন এর জীবন বৃত্তান্ত
- রিজিক | আজকের মাংসে বরকত অনেক বেশি ছিলো | Heart Touching Real Story
- গ্রুপে কিভাবে সেলার কোড পাবেন ? এটা পড়ুন। কাউকে জিজ্ঞাসা করতে হবে না।
- সফল হওয়ার ৫ টি কার্যকরী টিপস || যদি সফল হতে চান তাহলে জীবনে এক বার হলেও পড়ুন
- বিশ্বস্ত সেলার বা ব্যবসায়ীদের নিবন্ধনের ফর্ম
- গল্পে গল্পে বিশ্বস্ত উদ্যোক্তাদের পরিচিতি- পর্ব : 06
- গ্রুপে অধিক লাইক-কমেন্ট করায় বিপাকে শিরিন শিল্পী
- সেল বৃদ্ধির কার্যকরী নিনজা টেকনিক 100% সেল হবেই
Spoken English Course :
Model Test :
Health Tips :
- গাইনেকোমাস্টিয়া ( পুরুষের বড় স্তন ছোট করার ) সার্জারী || Gynecomastia Surgery in Dhaka, Bangladesh.
- Breast Implant / Augmentation Surgery in Dhaka, Bangladesh
- Breast Ruduction Surgery in Bangladesh ( মেয়েদের বড় স্তন ছোট ও ফিট করা) ।