Entrepreneur

Entrepreneur Vs Businessman _ উদ্যেক্তা এবং ব্যবসায়ীর মাঝে পার্থক্য _ By sm alamgir

উদ্যেক্তা এবং ব্যবসায়ীর মাঝে পার্থক্য

উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে মিল থাকলেও এদের মাঝে অনেক পার্থক্য রয়েছে। আপনি উদ্যেক্তা নাকি ব্যবসায়ী তা আপনি এখন নিজেই জানতে পারবেন।

দিন দিন আমাদের এই ছোট পরিবারে উদ্যেক্তা ও ব্যবসায়ীর সংখ্যা বেড়ে চলছে। তাই আমি এই দুটো বিষয়ে কথা বলব আমি যতটুকু জানি তার মধ্যে থেকে।

আমারা অনেকেই উদ্যেক্তা এবং ব্যবসায়ীর মাঝে পার্থক্য বুঝিনা। তাই ভুলবশত নিজেকে উদ্যোক্তা বলে বসি।

উদ্যেক্তা এবং ব্যবসায়ীর মাঝে পার্থক্যঃ

উদ্যেক্তা :

একটি পণ্যকে নিজের শ্রম, মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুনভাবে উপস্থাপন করার প্রাথমিক উদ্যেগ যে নেয় তাকে উদ্যেক্তা বলে।

উদ্যেক্তা কম মূলধন নিয়ে সল্প লাভে নতুন পণ্য উদ্ভাবন করে ব্যবসা করে।উদ্যেক্তা হতে গেলে মেধা,শ্রম,বুদ্ধি ও অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন হয়।

ব্যবসায়ী :

যে অর্থের বিনিময়ে পণ্য কিনে এবং সেবা প্রদান করে থাকে তাকে ব্যবসায়ী বলে।

ব্যবসায়ী অনেক বেশী পরিমাণ মুলধন নিয়ে লাভজনক ব্যবসা পরিচালনা করে।ব্যবসায়ী হতে হলে বেশী মূলধনের প্রয়োজন হয়।

সকল উদ্যেক্তায় ব্যবসায়ী কিন্তু সকল ব্যবসায়ী উদ্যেক্তা নয়।

-সোনিয়া আক্তার সুমাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button