Graphic Design Free CourseVideo Editing Free Course

Free Online Course Video Editing and Graphic Design Advanced IT Academy

Basic to Advanced Course

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

আশা নয়, বিশ্বাস করি, আপনি ভালো আছেন। আর ভালো থাকেন, এটা মহান আল্লাহ তা’য়ালার নিকট প্রার্থনা করি।  মহান আল্লাহ্ তা’য়ালা আপনাকে সুস্থ রেখেছেন- তার জন্য আপনার শুকরিয়া আদায় করা উচিত। বলুন- আল-হামদুলিল্লাহ্।

আমরা প্রতিটি ব্যক্তি সফল হতে চাই। একেক জন একেক ভাবে সফল হতে চাই। তবে সফল হওয়ার কিছু গোপন সূত্র রয়েছে। সেগুলো আমাদের জানা দরকার। তা জানার আগে নিচের প্রশ্ন গুলো ভালো ভাবে দেখে নিন।

  1. আপনি কেন এই পোস্টটিতে ক্লিক করেছেন ?
  2. আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে চান ?
  3. আপনি কি ফ্রিল্যান্সার হতে চান ?
  4. আপনি কি আপনার পরিবারের জন্য কিছু করতে চান ?
  5. ভিডিও এডিটিং কেন শিখবেন ?
  6. গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন ?
  7. আপনার কি কম্পিউটার আছে ?
  8. আপনার কি ল্যাপটপ আছে ?

(এই আর্টিকেলটি এত বড় যে, আপনি পড়ে শেষ করতে পারবেন না, সুতরাং ধৈর্য্য না থাকলে, আর পড়ার দরকার নেই। এখানেই শেষ করে দেন। আর যদি ধৈর্য্য থাকে, তাহলে আর কিছু সময় পড়ুন)

প্রথমে বলতে হচ্ছে- যেহেতু আপনি এই পোস্টটিতে ক্লিক করেছেন, তাহলে আমি ধরে নিলাম, আপনি ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখে একজন ভালো ফ্রিল্যান্সার কিংবা ইউটিউবার হতে চান। যাতে করে- আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারেন এবং সেই টাকা দিয়ে আপনার নিজের ও পরিবারের লোকদের মুখে হাসি ফুটাতে পারেন। আমি কি ঠিক বলেছি…???? 

 

Please Subscribe to this channel. Click here….

 

প্রথমে জানতে হবে, ভিডিও এডিটিং শিখতে আপনার কি কি জানতে হবে….????

ভালো মানের ভিডিও এডিটিং করার অনেক গুলো সফটওয়্যার রয়েছে। কিছু কিছু সফটওয়্যার 2D এনিমেশনের জন্য এবং কিছু কিছু সফটওয়্যার  3D এনিমেশনের জন্য ব্যবহার করা হয়। তন্মোধ্যে বর্তমানে প্রচলিত কিছু সফটওয়্যার হলো-

  • 1 Camtasia
  • Adobe Premiere Pro
  • Adobe After Effect
  • Filmora
  • Autodesk Maya
  • Blender
  • Cinema 4D

 

আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। একবারে সবগুলো শেখা সম্ভব না। আপনাকে ধৈর্য্য ধরে আস্তে আস্তে  শিখতে হবে। এ জন্য আপনাকে বিশেষ কয়েকটি সফটওয়্যার আয়ত্ব করতে হবে।

তন্মোধ্যে –

2D- এর জন্য-

  • Adobe Premiere Pro
  • Adobe After Effect

3D- এর জন্য-

  • Autodesk Maya
  • Blender
  • Cinema 4D

গুরুত্ব সহকারে শিখতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে Adobe Premiere Pro দিয়ে শুরু করতে পারেন। কারণ এটি দিয়ে আপনি সহজেই একটি ভিডিও তৈরি করতে পারবেন। এতে আপনার মনোবল বহুলাংশে বেড়ে যাবে। তার পর আপনি Adobe After Effect শিখবেন । এই দুটো সফটওয়্যার শিখলে আশা করি, ভালো ফলাফল পাবেন। এমনকি 2D এর সকল এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আপাদত আমি এই দুইটি সফটওয়্যার শিখে ফ্রিলান্সিং করতেছি। বর্তমানে ফাইবারে  ও ফাইবারের বাহিরে  কাজ করতেছি।

 

এর পর থ্রি-ডির (3D) এর জন্য Autodesk Maya / Blender /  Cinema 4D এর যেকোন একটি সফটওয়্যার ভালো করে আয়ত্ব করলেই হবে।

আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন-

https://smalamgir.com/professional-video-editing-full-course-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf/

Graphic Design course banner website 02
Graphic Design course banner website 02

 

তারপর জানতে হবে, গ্রাফিক্স ডিজাইন শিখতে আপনার কি কি জানতে হবে….????

গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাকে বেশি কিছু শিখতে হবে না।

শুধু-

  • Adobe Illustrator
  • Adobe Photoshop Ps

এই দুটো শিখলেই হবে। নিয়মিত চর্চা করলেই হবে। তার পর আস্তে আস্তে সব শিখতে পারবেন।

 

আমাদের পেইজ কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন-

https://smalamgir.com/professional-graphic-full-course-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/

 

( আপনার হাতে যদি সময় না থাকে, তাহলে আর পড়ার দরকার নেই। খানেই শেষ করে দেন। আর যদি ধৈর্য্য থাকে, তাহলে আর কিছু সময় পড়ুন। আমার মনে হচ্ছে- এতটুকু যখন পড়েছেন, তাহলে ফ্রিল্যান্সিং করার আপনার খুবই আগ্রহ আছে। )

 

এবার মূল প্রসঙ্গে আসুন-

নিচের কয়েকটি প্রশ্ন খুব ভালো ভাবে পড়ে উত্তর খোঁজার চেষ্টা করুন-

  • এসব ভিডিও এডিটিং কিভাবে শিখবেন ?
  • কিংবা গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন ?
  • কোথা থেকে শিখবেন ?
  • মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে?
  • ফ্রি কোর্স করলে ভালো হবে, নাকি পেইড কোর্স করতে হবে?
  • সাপোর্ট দিবে কে ?
  • কাজ তো মোটামুটি জানি- এখন সাপোর্ট পাবো কোথায় ?
  • গোপন টিপস কোথায় পাবো?

আমার বিশ্বাস এমন হাজারও প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খায়। চিন্তার কোন কারণ নেই। নিচের তিন টি জিনিস যদি আপনার থেকে তাহলে আপনি ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখে একজন ভালো ফ্রিল্যান্সার বা ইউটিউবার হয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তিনটি বিষয় হলো-

  1. মহান আল্লাহর (সৃষ্টিকর্তার) রহমত।
  2. মা-বাবার দোয়া
  3. নিজের প্রচেষ্টা  (ধৈর্য্য ও পরিশ্রম)

উপরের তিনটি জিনিস খোঁজে বের করার কয়েকটি টিপস জেনে নিন-

মহান আল্লাহর (সৃষ্টিকর্তার) রহমত কিভাবে পাবেন ?

▣  মহান আল্লাহ্ তা’য়ালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের (উপাসনার) জন্য। কাউকে খুশি করতে চাইলে, তার প্রশংসা করতে হয়, তেমনি মহান আল্লাহকে খুশি করতে চাইলে, প্রতিনিয়ত তাঁর ইবাদত (উপাসনা) ও আনুগত্য করতে হবে। তাহলেই আশা করা যায়, মহান আল্লাহ (সৃষ্টিকর্তা) আপনার প্রতি রহমত দান করবেন । ইনশা আল্লাহ।

▣ মহান আল্লাহর পরেই যার হক আপনার উপর সব থেকে বেশি তারা হলেন- আপনার পিতা-মাতা। আপনার পিতা-মাতা যদি আপনার জন্য মন থেকে দোয়া করে, তবে সেই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। এজন্য তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সব বিষয়ে শেয়ার করে কাজ করা, তাদের অনুগত্য করা, তাদের কথা-মত চলা। তাদের কর্মকান্ডে সহযোগিতা করা। এরূপ করলে আশা করা যায়- আপনি আপনার মা-বাবার দোয়া পাবেন। একটি জিনিস মনে রাখবেন- মা-বাবার দোয়া থাকলে আপনি দ্রুত সফল হতে পারবেন।

▣ নিজের প্রচেষ্টা :

নিজের প্রচেষ্টা বলতে আমি যতটুকু বুঝি তা হলে- আপনার কাজ শিখার  ধৈর্য্য এবং কাজটি করার জন্য কঠোন পরিশ্রম করতে হবে। আপনাকে বার বার প্রাক্টিস করতে হবে। যত চর্চা করবেন,ততই নতুন নতুন জিনিস শিখতে পারবেন। একটি বিষয় মনে রাখবেন- ধৈর্য্য ধারণ করা তিক্ত হলেও এর ফল মিষ্টি হয়।

 

Please Subscribe to this channel. Click here….

 

 

( এখন মনে হচ্ছে আর পড়তে পারবেন না। আমি আগেই বলেছিলাম- এই আর্টিকেলটি এত বড় যে, আপনি পড়ে শেষ করতে পারবেন না, সুতরাং ধৈর্য্য না থাকলে, আর পড়ার দরকার নেই। এখানেই শেষ করে দেন। আর যদি ধৈর্য্য থাকে, তাহলে আর কিছু সময় পড়ুন। আশা করা যায়, ভালো কিছু জানতে পারবেন)

 

এসব ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে, সেটার সম্পর্কে আগে জেনে নিতে হবে-

  • Basic Level এর ইংরেজি জানা থাকতে হবে।
  • মেধা শক্তি ভালো থাকতে হবে।
  • মাথা নতুন নতুন আইডিয়া জেনারেট করার অভ্যাস থাকতে হবে।
  • ভালো মানের একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকতে হবে।
  • মধ্যম কোয়ালিটি – যেমন : Core I5, 5 জেনারেশন, RAM 12 GB, Graphic card 2 GB ভালো মানের মাদারবোর্ড।

এখন জানতে হবে- ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন আপনি কোথা থেকে শিখতে পারবেন-

  • আপনি গুগল কিংবা ইউটিউব থেকে শিখতে পারবেন।  ইউটিউব লিংক – Advanced IT Academy
  • আপনি ফেসবুক পেইজ থেকেও শিখতে পারেন । ফেসবুক পেইজ লিংক – Advanced it Academy
  • যারা বিভিন্ন গ্রুপ থেকেও ফ্রিতে শিখতে পারবেন। গ্রুপ লিংক-
  • পেইড কোর্স করেও শিখতে পারবেন।

 

আমার নিকট থেকে কি কি শিখতে পারবেন ?

 3D ব্যতিত সব কিছু আমার থেকে শিখতে পারবেন।  Basic to Advanced লেবেলের কাজ শিখতে পারবেন।

1) গ্রাফিক্স ডিজাইন

▣ Adobe Illustrator
▣ Adobe Photoshop Ps
  • Logo Design
  • Flyer Design
  • Business card Design
  • Social Media Post Design
  • Social Media Banner Design
  • Brochure Design

2) ভিডিও এডিটিং

▣ Adobe Premiere Pro.
▣ Adobe After Effect
▣ Camtasia
▣ Adobe Audition

3) ডিজিটাল মার্কেটিং

ইউটিউব সার্ভিস
▣ Correctly setup
▣ Design
▣ Optimize
▣ SEO
ফেসবুক সার্ভিস
▣ Correctly setup
▣ Design
▣ Optimize
▣ SEO

4) বিভিন্ন একাউন্ট তৈরি

▣ Fiverr.com

▣ Freelancer.com

▣ Upwork.com

▣ Kwork.com

▣ Behance.com

▣ Dribble.com

▣ Flickr.com

▣ Linkedin.com

▣ Pinterst.com

▣ Instagram.com

▣ Twitter.com

▣ Brand YouTube channel creation

▣ Professional Facebook page creation

 

 

5)  ফাইবার এর সকল টিপস
6) ফ্রিল্যান্সিং সাপোর্ট

 

 

আমার নিকট থেকে শিখতে আপনাকে কি কি করতে হবে….????

আমার নিকট থেকে শিখতে আপনাকে কোন কোর্স ফি দিতে হবে না। তবে বেশ কয়েকটি শর্তের সম্মূখিন হতে হবে। তার থেকে ভালো-  আপনি কোন প্রতিষ্ঠান থেকে পেইড কোর্স করে নিন। তাতে আপনার জন্য ভালো হবে।

 

আমার নিকট থেকে শিখতে হলে আপনার যে যে শর্ত মানতে হবে।

  1. সর্বদা সত্য কথা বলতে হবে। কোন অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না।
  2. মহান আল্লাহর (সৃষ্টিকর্তার) ইবাদত/উপাসনা করতে হবে ( নিজেস্ব ধর্মানুযায়ী)। (মুসলমান ধর্মের অনুসারীদের পাঁচওয়াক্ত নামাজ  আদায় করতে হবে। নারীদের ক্ষেত্রে বিশেষ সময় ব্যতিত। )
  3. প্রতিটি ক্লাশে উপস্থিত থাকতে হবে। কোন অজুহাত গ্রহনযোগ্য হবে না। তবে মাসে 2/3 দিন অনুপস্থিত মেনে নেওয়া হবে।
  4. আপনার ফেসবুক আইডিতে যে নাম  আছে, Zoom App কিংবা Google Meet এ একই নাম থাকতে হবে। তা না হলে, ক্লাশের অনুমতি পাবেন না।
  5. যতটুকু ক্লাশে শিখানো হবে, নিজের  দক্ষতায় তা করে , গ্রুপে জমা দিতে হবে। গ্রুপ লিংক-
  6.  যে ক্লাশটা করানো হবে, সেটা যদি ইউটিউবে আপলোড করা হয়, তবে সেটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ উপকৃত হতে পারে।
  7. এই কোর্সটি মেয়াদ ৩ মাস।  এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। কোন প্রকার কোর্স  ফি জমা দিতে হবে না। তবে ক্লাশের উপস্থিতি নিশ্চিত করার জন্য কিংবা ক্লাশের যথাযথ গুরুত্ব অনুধাবন করার জন্য নাম মাত্র  ৳500 টাকা (অফেরতযোগ্য) বিকাশ অথবা নগদ  (01716216512 পার্সনাল )   1 (এক) মাসের জন্য রেজিস্ট্রেশণ ফি  জমা দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তবে কেউ যদি ইচ্ছা করে, তবে ৩ মাসের টাকা (১৫০০ টাকা)  একবারে প্রদান করেও ফর্ম পূরণ করতে পারবে।   বলা বাহুল্য- এই নাম মাত্র ফি জমা দিয়ে আপনি 1 মাস নিয়মিত ক্লাশ করতে পারবেন। আর এই টাকা গ্রুপ উন্নয়ন ও মানবতার কল্যানে ব্যয় করা হবে।
  8. উল্লেখিত নাম্বারে কোন প্রকার ফোন করা যাবে না। যদি কোন কিছু জানার থেকে তবে, উল্লখিত ফেসবুক আইডিতে মেসেস করতে পারেন। ফেসবুক আইডি লিংক –
  9. যে ব্যক্তি কুরআনের হাফেজ তার কোন প্রকার রেজিঃ ফি লাগবে না।

সপ্তাহে ক্লাশ কয়টা হবে ????

সপ্তাহে – তিন দিন ক্লাশ হবে ।

শনিবার, সোমবার, বুধবার

রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার

 

ক্লাশ কখন বা কয় তারিখ থেকে হয়…..?????

প্রত্যেক মাসের (1) এক তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। একটি ব্যাচের সময় সীমা 3 (তিন) মাস। প্রত্যেক ব্যাচের জন্য আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ থাকবে।

ক্লাশের সময় : ১ ঘন্টা 

সচরাচর আমার ক্লাশ রাত 9 টার পর থেকে শুরু হয়। তবে ক্লাশ সিডিউল সবার সাথে কথা বলে দিনে-রাতে যে কোন সময় নির্ধারন করা হয়। এক্ষেত্রে সকলের পরামর্শ গ্রহণ করা হয়। সার্বিক বিষয় বিবেচনা করে, ক্লাশ সিডিউল তৈরি করা হয়।

 

উপরোক্ত আলোচনা পর্যালোচনা করার পর যদি আপনার মনে হয়, আপনি Advanced IT Academy থেকে ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন ক্লাশ শিখতে চাচ্ছেন- তবে নিচের ফর্মটি পূরণ করুন। অহেতুক কেউ ফর্ম পূরণ করবেন না।

 

▣ গ্রাফিক্স ডিজাইন – রেজিস্ট্রেশন ফি – 500 টাকা । 

ফর্ম লিংক https://forms.gle/taYtjVoX2xwc5QsVA

 

▣ ভিডিও এডিটিং – রেজিস্ট্রেশন ফি – 500 টাকা । 

ফর্ম লিংক – https://forms.gle/fCmLwuGS4dA577Aw9

 

যদি আপনার ফর্ম  পূরণ করার যাবতীয় কাজ শেষ হয়, তাহলে নিচের আইডিতে একটি স্কিনশট পাঠিয়ে দিন। 

ফেসবুক আইডি লিংক –

 

— লেগে থাকো সৎ ভাবে স্বপ্ন জয় তোমারও হবে।

 

MD. ALAMGIR HOSSAIN

Professional Freelancer and Freelancer Trainer 

Founder

Advanced IT Academy

 

.

Please Subscribe to this channel. Click here….

 

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button