Fiverr

How to create Professional Logo Design Gig on Fiverr

ফাইবারে কিভাবে প্রফেশনাল ভাবে লগো ডিজাইনের গিগ তৈরি করবে-

ফাইবারে প্রতিদিন সব থেকে বেশি যে গিগ গুলো সেল হয়, তার মধ্যে লগো ডিজাইন ক্যাটাগরির গিগ  সব থেকে বেশি সেল হয়। সুতরাং লগো ডিজাইনের গিগ নিয়ে ফাইবারে যাত্রা শুরু করলে আশা করি, ভালো ফলাফল পাওয়া যাবে। আমি প্রথম কাজ পেয়েছিলাম গ্রাফিক্স ডিজাইনের  অন্যতম সেক্টর লগো ডিজাইনের কাজ। ৫স্টার রিভিউ পাওয়ার সাথে সাথে ৫ ডলার টিপসও পেয়েছিলাম। তখন উৎসাহটা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। তারেই ধারাবাহিকতায় আজ লেবেল ধারী সেলার হতে পেরেছি। আল-হামদুলিল্লাহ।

বিষয়টি একদম স্পষ্ট যে, আমার প্রথম গিগ ছিল লগো ডিজাইনের গিগ। হয়তো ছবিটি দেখেই তা বুঝতে পেরেছেন।

 

প্রথম কথা হলো-

▣ আপনি কেন ফিলান্সিং করবেন ?

▣ এত মার্কেটপ্লেস থাকতে কেন ফাইবারে কাজ করবেন ?

▣ এত সেক্টর থাকা সত্ত্বেও কেন লগো ডিজাইন নিয়ে কাজ করবেন?

যদি আপনার মনে এসব প্রশ্ন জাগে, আর এর সঠিক উত্তর আপনার কাছে জানা থাকে, তবেই আপনি এই  সেক্টরে কাজ করে এগিয়ে যেতে পারবেন। আবেগের বসতঃ যদি শুরু করেন, কিছু দিন যাওয়ার পর উৎসাহ হারিয়ে ফেলে আবার 0 (জিরো) লেবেলে চলে আসবেন। সুতরাং কাজ শুরু করার আগে নিজেকে তৈরি করুন।

 

নিজেকে তৈরি করতে আপনাকে যে যে সফটওয়ারের উপর দক্ষতা অর্জন করতে হবে, তা হলো-

▣ Adobe Illustrator

▣ Adobe Photoshop Ps

আপাদত এই দুইটি সফটওয়্যার সম্পর্কে জ্ঞান অর্জন করলে আশা করা যায়, আপনি খুব ভালো ভাবে লগো ডিজাইন করতে পারবেন।

[চ্যানেলেটি সাবস্কাইব করে রাখতে পারেন]

এখন কথা হলো-

▣  আপনি এগুলো কিভাবে শিখবেন ?

▣ কোথায় গিয়ে শিখবেন ?

▣ সবাই কি ভালো ভাবে সব শিখাবে ?

▣ শিখানোর পর কি সাপোর্ট দিবে ?

please subscribe this channel….

বর্তমান সময়ে কোন কিছু শিখার সব থেকে ভালো জায়গা হলো- “গুগল”। আপনি গুগলে যাই লিখে সার্চ দিবেন, গুগল আপনাকে প্রায় সেটাই দিবে ( যদিও সব দেওয়া সম্ভব না)। তবুও আমি মনে করি, আপনি যদি গুগল, ইউটিউব ভালো ভাবে এনালাসিস করেন, তাহলে গ্রাফিক্স ডিজানের অন্যতম সেক্টর লগো ডিজাইন সম্পর্কে আপনি অনেক কিছু জেনে যাবেন।

এখন কথা হলো- গুগল , ইউটিউব কি আপনাকে সাপোর্ট দিবে ? এই প্রশ্নের উত্তর বের করা খুবই কষ্টকর। তবে এজন্য আপনি একজন ভালো মেন্টরের সাহায্য নিতে পারেন (শর্তসাপেক্ষে)। আশা করি, সে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। ইনশা আল্লাহ।

যখন আপনি কাজ শিখে যাবেন, তখন আপনার দরকার হবে, একটি ভালো মানের লগো ডিজাইন গিগ তৈরি করার। তবে সেক্ষেত্রে আপনি নিজের ভিডিওটি দেখতে পারেন। আশা করি, এখান থেকে আপনি ভালো মানের আইডিয়া পাবেন।

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে ততক্ষনে  সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। ।  আল্লাহ হাফেজ।

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button