Notice Board

Online Training : 01 (Proper Customize of Facebook Page)

There is no alternative to Training. 

প্রশিক্ষণ হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা।

আপনি যদি কোন বিষয়ে খুব সুন্দর ভাবে কাজ করতে চান, তাহলে ট্রেনিংয়ের বিকল্প আর কোন সঠিক পন্থা নেই। কারণ একটি সঠিক ট্রেনিং পারে একজন ব্যক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে।

এরই ধারাবাহিকতায় আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আশা করি, সকলের উপকার হবে। বর্তমান সময়ে প্রত্যেকেই চায় তার ফেসবুক পেইজটি সফলতার মুখ দেখুক। এজন্য দিন-রাত কঠোর পরিশ্রম করেন। কিন্তু  দিন শেষে ফলাফল শূন্য । কারণ ফেসবুক পেইজটি সঠিক ভাবে কাস্টমাইজ করা নেই। যার জন্য কঠোর পরিশ্রম করা সত্বেও তাদের পেইজটি সফলতার মুখ দেখতে পাচ্ছে না।

একটি ফেসবুক পেইজ সঠিক ভাবে কাস্টমাইজ করা থাকলে, সেই পেইজটি দ্রুত সফলতার মুখ দেখতে পায়। আশা করি, বিষয়টি বুঝতে পারছেন।

যাদের জন্য এই ট্রেনিং প্রয়োজন:

  • যারা তাদের ফেসবুক পেইজকে সঠিক ভাবে কাস্টমাইজ করতে চান।

 

এই ট্রেনিংয়ের সাথে আপনি যা যা পাবেন-

  1.  সঠিক ভাবে ফেসবুক পেইজ কাস্টমাইজ করা শিখতে পারবেন।
  2.  লাইভ করার জন্য একটি ব্যানার পাবেন । অথবা আপনার পছন্দের বা ইউনিক পোডাক্টের একটি ব্যানার পাবেন।
  3.  Digital E-commerce Market Place  এবং Trust Market BD এই দুই গ্রুপে স্পেশাল কিছু সুবিধা পাবেন।
  4.  www.trustmarketbd.com  ওয়েবসাইটে ভেন্ডর রেজিঃ-তে 50% ডিসকাউন্ট পাবেন।

 

কয়জন এই সুযোগ পাবেন-

প্রাথমিক ভাবে এই সুযোগ 20 জন পাবে। অবস্থা পর্যালোচনা করে কম-বেশি হতে পারে।

 

ট্রেনিং কিভাবে হবে-

ট্রেনিংটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে। জুম (Zoom Apps) এ্যাপস এর মাধ্যমে ট্রেনিংটি সম্পন্ন হবে।

 

ট্রেনিংটি কখন হবে-

আগামী শুক্রবার

26/02/2021 .

সময় রাত  10:00  থেকে   11:00 পর্যন্ত।

 

সতর্কতা :

উপরোক্ত বিষয়গুলো যার প্রয়োজন শুধু তারাই ফর্ম ফিলাপ করবেন। অহেতুক কেউ ফর্ম ফিলাপ করবেন না। হয়ত আপনার জন্য অন্য আরেক জন এই সুবিধা থেকে বঞ্চিত হবে। আশা করি বিষয়টা একটু খেয়াল করবেন।

 

কোর্স ফ্রি : 200 টাকা মাত্র।

 

পেমেন্ট সিস্টেম :

বিকাশ- 01716216512 (Personal).

 

করণীয় :

উপরোক্ত নির্ধারিত বিকাশ নাম্বারে  টাকা পেমেন্ট করে ফর্ম ফিলাপ করবেন। এবং ফর্মে আপনার বিকাশ নাম্বারটি উল্লেখ করবেন।

 

খুব সতর্কতার সাথে নিম্নের ফর্মটি পূরণ করে   Submit   বাটনে ক্লিক করবেন।

 

সাবমিট করা পর অপেক্ষা করুন, নির্দিষ্ট সময়ে মধ্যে মেসেসের মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে।

.

[বি.দ্র : অনাকাঙ্খিত কারণে যদি কোন সমস্যা দেখা দেয়। তাহলে সময় পরিবর্তন হতে পারে। ]

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

_____________________

_____________________

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Others Articls :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button