Professional Graphic Full Course | প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স
Advanced IT Academy
▣ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ▣
▣ কাজ শিখুন, স্বনির্ভরশীল হোন ▣
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান Advanced IT Academy- তে স্পেশাল ৩য় ব্যাচে ভর্তির সূবর্ণ সুযোগ।
Anytime Special Support>Special Guideline> Secret Tips >100% Skill Development Guarantee
নিজের স্কিল ডেভেল করে ঘরে বসে কম্পিউটার দ্বারা হালাল পন্থায় (ধর্ম ও সরকার কর্তৃক অনুমোদিত) ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা বা Freelancing ক্যারিয়ারে সফল হওয়ার জন্য সার্বিক সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী A to Z Help & Support দেওয়া হয়।
আমি মোঃ আলমগীর হোসাইন, একজন প্রফেশনাল ইউটিউবার, ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেইনার। আমি ভিডিও এডিটিং নিয়ে Fiverr এবং kwork মার্কেটপ্লেসে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতার আলোকে কাজগুলো সহজভাবে শেখানোর চেষ্টা করি এবং কিভাবে দ্রুত আয় করা যায় সে ব্যাপারেও সহোযোগিতা করে থাকি।
আল-হামদুলিল্লাহ, বিগত দিনগুলিতে আমাদের স্টুডেন্টরা ফাইভার মার্কেটপ্লেসে এবং ইউটিউব কাজ করে ইনকাম করতেছে। যা আমাদের ফেইসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল দেখলেই আপনিও তার বুঝতে পারবেন।
YouTube Channel Link : https://www.youtube.com/channel/UCpY1GsCFSCFFTZNhIopaBnA
Facebook Page Link : https://www.facebook.com/advanceditacademy01
Facebook Group Link : https://www.facebook.com/groups/advanceditacademy
বিভিন্ন মার্কেটপ্লেসে সঠিকভাবে Account করা, Setup করা এবং কাজ শেখা থেকে শুরু করে, কাজ পাওয়া,কাজ করে জমা দেওয়া এবং টাকা হাতে পাওয়া পর্যন্ত এবং ফ্রীল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে A to Z Help & Support দিয়ে থাকি।
please subscribe this channel….
▣ এই Course এ যা যা পাবেন ▣
▣ Adobe Illustrator এর মাধ্যমে ডিজাইন করার দক্ষতা অর্জন।
▣ Adobe Photoshop Ps এর মাধ্যমে ডিজাইন করার দক্ষতা অর্জন।
▣ কোর্স শেষে প্রয়োজনীয় সোর্স ফাইল প্রদান করা হবে।
▣ কোর্স শেষে প্রয়োজনীয় এলিমেন্ট প্রদান করা হবে।
▣ কোর্স শেষে কম্পিলিড ২০ টি সম্পূর্ণ প্রজেক্ট ফাইল প্রদান করা হবে।
▣ Logo Design
▣ Flyer Design
▣ Business card Design
▣ Social Media Post Design
▣ Social Media Banner Design
▣ Brochure Design
▣ T-shirt Design
▣ Cash memo Design
▣ Shopping Beg Design
▣ Billboard Design
বিভিন্ন একাউন্ট তৈরি
▣ Fiverr.com
▣ Freelancer.com
▣ Upwork.com
▣ Kwork.com
▣ Behance.com
▣ Dribble.com
▣ Flickr.com
▣ Linkedin.com
▣ Pinterst.com
▣ Instagram.com
▣ Twitter.com
▣ Brand YouTube channel creation
▣ Professional Facebook page creation
▣ এই Course এ বিশেষ বৈশিষ্ট্য ▣
▣ প্রতিটি কোর্স পূর্ণাঙ্গ কোর্স, প্রতিটি কাজ খুব সহজভাবে এবং খুটিনাটি বিষয়সহ শেখানো হয়।
▣ প্রতিটি কাজের ০ (শূন্য) থেকে Advanced Level পর্যন্ত শেখানো হয় এবং ধারাবাহিক পর্ব আকারে ক্লাস নেওয়া হয়।
▣ প্রতিটি ক্লাস Record করা হয় এবং ক্লাস শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়, যেকোনো সমস্যার সমাধান করা হয়।
▣ কোর্স চলাকালীন সময়ে ইনকাম শুরু করার সার্বিক বিষয় সম্পর্কে আপনাকে জানানো অবহিত করা হয় এবং কোর্স শেষে কিভাবে বড় বড় কাজের মাধ্যমে বেশি ইনকাম করবেন সে বিষয়েও গোপন টিপস ও সর্বোচ্চ Support এবং Special Guideline দেওয়া হয়।
▣ কোর্স এর মধ্যে প্রতিটি কাজ প্রাক্টিক্যালি করে দেখানো হয়, বুঝতে কোন সমস্যা না হয়।
▣ যারা ইংরেজিতে দুর্বল, তাদের জন্য বায়ারের সাথে ইন্টারভিউ করে কাজ পেতে Help করা হয়।
▣ ফাইভারের গিগ সঠিকভাবে মার্কেটিং এবং গিগ দ্রুত Rank করার নিনজা টেকনিক শেখানো হবে।
▣ বেশি বেশি অর্ডার পাওয়ার সিক্রেট কৌশল শেখানো হয়।
▣ ইংলিশ টেস্ট নিয়ে অহেতুক চিন্তা করতে হবে না, ১০০% পাশের সহজ টেকনিক শিখিয়ে দেওয়া হবে।
▣ কোর্সটি ৩ মাসে কমপ্লিট হবে।
▣ সপ্তাহে ৩ দিন ক্লাশ হবে। সকলের সাথে আলোচনা করে ক্লাশ সময় নির্ধারণ করা হবে , তবে রাত ৯ টা থেকে আমাদের ক্লাশ শুরু হয়ে থাকে । সপ্তাহে ৭ দিন যেকোনো সমস্যার Anytime help & Live Support দেওয়া হয়।
▣ প্রতিটি স্টুডেন্টকে সঠিক গাইডলাইনের জন্য Live Zoom Support এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শেখানো হয়।
▣ কাজের জন্য প্রয়োজনীয় সকল Software বিনামূল্যে সরবরাহ করা হয়।
▣ বিশ্বের যে কোনো জায়গা থেকেই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং
▣ কোর্স শেষ হওয়ার পরেও Lifetime Support পাবেন। বিশেষ প্রয়োজনে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করার চেষ্টা করবো। ইনশা আল্লাহ্।
[আমাদের অন্যান্য কোর্স সমূহ- জানতে ছবিতে ক্লিক করুন]
▣ সপ্তাহে কয়টি ক্লাশ হবে ?▣
সপ্তাহে ৩ দিন ৩ টি লাইভ ক্লাশ হবে।
▣ কতক্ষণ সময় ক্লাশ হবে ?▣
Zoom Apps এর মাধ্যমে ক্লাশ হবে। দুই সেশন মানে ৪৫+৪৫=৯০ মিনিট ক্লাশ হবে।
▣ কবে থেকে ক্লাশ হবে ? ▣
আমাদের নতুন ব্যাচ শুরু হয়-
- ডিসেম্বর মাসের ০১ তারিখ থেকে।
- মার্চ মাসের ০১ তারিখ থেকে।
- জুন মাসের ০১ তারিখ থেকে।
- সেপ্টেম্বর মাসের ০১ তারিখ থেকে।
▣ প্রতি ব্যাচে কত জন রেজিস্ট্রেশন করতে পারবে ?▣
প্রতি ব্যাচে মাত্র ২০ জন রেজিস্ট্রেশন করতে পারবে। ২০ জনের উপরে কাউকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। প্রতি ব্যাচে মাত্র ২০ জন করে স্টুডেন্ট থাকবে। যাতে সবাইকে খুব সুন্দর ভাবে গাইড দেওয়া যায়।
▣ ক্লাশ কয়টা থেকে শুরু হবে ? ▣
সবার সাথে কথা বলে রাত ৮ টা ,বা ৯ টা কিংবা ১০ টা থেকে শুরু হয়।
▣ ভিডিও গুলো কি ইউটিউবে পাওয়া যাবে ? ▣
না। ভিডিও গুলো ইউটিউবে আপলোড করা হবে না। আনলিস্ট করে রাখা হবে, শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টরাই ভিডিও গুলো দেখে চর্চা করতে পারবে।
▣ কত দিনের কোর্স এবং কোর্স ফি কত ?▣
কোর্সটি সম্পূর্ণ করতে আপনার ৩ মাস সময় দিতে হবে। গাফিলতি করলে আপনার ক্ষতি । তবে কোন কারণে আমার সমস্যা হলে, সেই ক্লাশটি অতিরিক্ত ভাবে নেওয়া হবে।
কোর্স ফি- ৪৫০০ (চার হাজার পাঁচ শত ) টাকা। আপনি প্রথম মাসে ১৫০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এরপর প্রতি মাসে ১৫০০ টাকা করে প্রদান করতে পারবেন। আর যদি একবারে পেমেন্ট করেন তাহলে আপনি ৪০০০ (চার হাজার ) টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন। যেহেতু কোর্সটি একটি পেইড কোর্স সেহেতু যারা সিরিয়াসলি নিজের স্কিল ডেভেলপ করে ঘরে বসে বৈধ্য পন্থায় ইনকাম করতে চান, শুধু তারা দ্রুত নিচে দেওয়া আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করুন।
▣ এই কোর্সে কিভাবে ভর্তি হবেন ? ▣
01716216512 ( Personal বিকাশ/নগদ) এর নাম্বারে আগে টাকা জমা দিয়ে, স্কিনশর্ট রাখুন। সেই স্কিনশর্ট টি নিচের ফর্মের মধ্যে যুক্ত করে দিন।
সতর্কতা : যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, তারাই কোর্সে ভর্তি হবেন। মোবাইল দিয়ে এই কোর্সের ফ্রিল্যান্সিং কাজ করা যাবেনা।
▣ টাকা পাঠানোর পর ভর্তি ফর্মটি পূরণ করুন ▣
ফর্ম লিঙ্কঃ https://forms.gle/W1Co5VFynueSkXsb9
অথবা সরাসরি Md. Alamgir Hossain কে ফেইসবুকে মেসেজ করুন, বিস্তারিত কথা বলে তারপর ফর্ম ফিলাপ করে আপনার ভর্তি নিশ্চিত করুন।
আপনাকে 01716216512 পারর্সনাল বিকাশ কিংবা নগদ নাম্বারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হলেই আপনাকে স্টুডেন্টদের তালিকাভুক্ত করা হবে এবং যথাসময়ে আপনাকে ক্লাস করার জন্য Zoom Meeting ID & Password পাঠানো হবে। যা দিয়েই আপনি সরাসরি প্রতিটা ক্লাসে এবং লাইভ জুম সাপোর্টে জয়েন করতে পারবেন।
▣▣▣ কাজ শিখুন, স্বনির্ভরশীল হোন ▣▣▣
=================================
▣ আমাদের ক্লাশের বিষয় বস্তু ▣
=================================
▣ প্রথম ক্লাশ ▣
ওরিয়েন্ট্রেশন ক্লাশ
=================
▣ সবার সাথে শুভেচ্ছা বিনিময়-
▣ নিজের পরিচয় প্রদান-
▣ Advanced IT Academy-
Group, Facebook page, Youtube সাইট গুলোর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া-
▣ এডমিন প্যানেল সম্পর্কে তথ্য প্রদান-
▣ ক্লাশ করার সিস্টেম। Zoom Apps and Google meet
▣ ক্লাশ সিডিউল :- শনি, সোম, বুধ = গ্রাফিক্স ডিজাইন । রাত 10 টায়-
শুক্রবার ফ্রি সাপোর্ট ক্লাশ- সবার জন্য উন্মুক্ত
▣ কোর্সের সময় : আমরা এই কোর্সটি ৩ মাসের মধ্যে সমাপ্তি করার চেষ্টা করবো।
▣ আমাদের ক্লাশের বিষয় বস্তু সম্পর্কে আলোচনা-
- গ্রাফিক্স ডিজাইন
- Adobe Illustrator
- Adobe Photoshop Ps
- Logo Design
- Minimalist Logo design
- Monogram (or lettermark) logos
- Wordmark logos
- Pictorial mark logos
- Abstract logo marks
- Mascot logos
- The combination mark
- The emblem
- Flyer Design
- Business card design
- ID card Design
- Letterhead/Pad Design
- Social Media Banner/cover Design
- Social Media Post Design
- Brochure Design
- Billboard Design
- Cash Memo/ Money Receipt Design
- Shopping Bag Design
- T-Shirt Design
- Book cover Design
- Fiverr.com
- Account Create
- Gig Create
- কিভাবে বায়ার থেকে কাজ নিবেন
- কিভাবে কাজ জমা দিবেন
- ফাইবার থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন
- ফাইবারে বাহির থেকে কিভাবে বায়ার সংগ্রহ করবেন
- ফাইবারে কোন কোন কাজ করা যাবেনা ।
- সকল গোপন টিপস শেয়ার করবো।
- Upwork.com
- Freelancer.com
- Kwork.com
বোনাস পয়েন্ট- (যদি সময় পাই)
- Digital marketing-
- Facebook Marketing
- Youtube Marketing
- E-mail Marketing
- Video SEO
- On-page/Off-page SEO
- Facebook Ads Campaign (panel)
- Youtube Monetization
- Facebook Monetization
- Web Research
▣ এই ধরনের কাজ কেন শিখবেন ?
▣ কি হবে এই ধরনের কাজ শিখে ?
▣ কোথায় কোথায় আপনার এই স্কিল গুলো কাজে লাগাতে পারবেন-
১) নিজের জন্য
২) Fiverr, upwork, freelancer, kwork, people per hour, facebook, youtube, blog site.
সঠিক জায়গায় আপনাকে স্কিল গুলো কাজে লাগাতে হবে।
▣ কাজের সেম্পল বা পোর্টফোলিও কোথায় বানাবেন-
Flickr, Behance, Dribblle, Pinterest, Youtube
▣ কাজের রিলেটেড কোন কোন একাউন্ট তৈরি করতে হবে-
Linkedin, Instagram, Twitter, facebook, Youtube, personal blog site.
আজ হোমওয়ার্ক
- যারা মুসলিম সম্প্রদায়ের আছেন- তারা আগামীকাল থেকে আপনার পরিবারকে সালাম দেওয়ার অভ্যাস তৈরি করবেন।
- যারা সনাতন ধর্মাবলম্বী আছেন- তারা আগামীকাল থেকে আপনার পরিবারের সদস্যকে আদাব, নমস্কার, প্রণাম দেওয়ার অভ্যাস তৈরি করবেন।
- Advanced IT Academy তে আপনি শুধু কাজের স্কিল তৈরি করবেন না, সাথে নৈতিকতা ডেভেলপ করবেন। যেন অন্যরা বলে- Advanced IT Academy এর প্রতিটি সদস্য সৎ এবং খুব ভালো মানুষ।
মহান রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে সৎ এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন।
▣ ২য় ক্লাশ ▣
Adobe Illustrator
================
- Computer Management
- Software Details :
- Adobe Illustrator
- Adobe Photoshop PS
- Software Download (Same Version) :
- Software Download Address :
Getintopc.com
Pass : 123
- How to Install (Software) :
- Interface of Adobe Illustrator
- New Artboard Creation
- RGB and CMYK color mode
- Basic Tools
- File
- New
- Open
- Save
- Save As
- Export As
- Document Color Mode
▣ ৩য় ক্লাশ ▣
- Edit
- Object
- Transform
- Arrange
- Align
- Group
- Ungroup
- Lock
- Unlock
- Expand
- Path
▣ ৪র্থ ক্লাশ ▣
Type
- Change Case
- Effect
- Stylize
- Drop Shadow
- Inner Glow
- Outer Glow
- Blur
- Gaussian Blur
View
- Rular
▣ ৫ম ক্লাশ ▣
- Selection Tools
- Direct Selection Tools
- Pen Tools
- Add Anchor Point Tool
- Delete Anchor Point Tool
- Anchor Point Tool
- Type Tool
- Line Tool
- Rectangle Tool
- Rounded Rectangle Tool
- Ellipse Tool
- Polygon Tool
- Star Tool
- Rotation Tool
- Project File Save –
▣ ৬ষ্ঠ ক্লাশ ▣
- Eraser Tool
- Eyedropper Tool
- Shape Builder Tool
- Pathfinder Tool
- .
Alignment
- Horizontal Alignment
- Left Alignment
- Right Alignment
- Center Alignment
- Vertical Alignment
-
- Top Alignment
- Bottom Alignment
- Center Alignment
▣ ৭ম ক্লাশ ▣
Create Behance Account
▣ ৮ম ক্লাশ ▣
Create Flickr Account
▣ ৯ম ক্লাশ ▣
Create Dribble Account
▣ ১০ম ক্লাশ ▣
Create Fiverr Account
▣ ১১ তম ক্লাশ ▣
Logo Design
▣ ১২ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Fiverr Gig Analysis
- Logo Design
▣ ১৩ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Logo design gig Creation.
- Logo Design
▣ ১৪ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Logo design gig Correction
- Logo Design
▣ ১৫ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
Business Card Design
▣ ১৬ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Fiverr Gig Analysis
- Business Card Design
▣ ১৭ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Creation.
- Business Card Design
▣ ১৮ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Correction
- Business Card Design
▣ ১৯ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Social Media Post design
▣ ২০ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Fiverr Gig Analysis
- Social Media Post design
▣ ২১ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Creation.
- Social Media Post design
▣ ২২ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Correction
- Social Media Post design
▣ ২৩ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Social Media Banner design
▣ ২৪ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Fiverr Gig Analysis
- Social Media Banner design
▣ ২৫ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Creation.
- Social Media Banner design
▣ ২৬ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Correction
- Social Media Banner design
▣ ২৭ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Flyer Design
▣ ২৮ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Fiverr Gig Analysis
- Flyer Design
▣ ২৯ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Creation.
- Flyer Design
▣ ৩০ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Correction
- Flyer Design
▣ ৩১ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Brochure Design
▣ ৩২ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Fiverr Gig Analysis
- Brochure Design
▣ ৩৩ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Creation.
- Brochure Design
▣ ৩৪ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- Gig Correction
- Brochure Design
▣ ৩৫ তম ক্লাশ ▣
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————————–
- সমাপনী ক্লাশ
আমাদের আরো পপুলার আর্টিকেল
- Md. Alamgir Hossain _ মোঃ আলমগীর হোসাইন এর জীবন বৃত্তান্ত
- রিজিক | আজকের মাংসে বরকত অনেক বেশি ছিলো | Heart Touching Real Story
- গ্রুপে কিভাবে সেলার কোড পাবেন ? এটা পড়ুন। কাউকে জিজ্ঞাসা করতে হবে না।
- সফল হওয়ার ৫ টি কার্যকরী টিপস || যদি সফল হতে চান তাহলে জীবনে এক বার হলেও পড়ুন
- বিশ্বস্ত সেলার বা ব্যবসায়ীদের নিবন্ধনের ফর্ম
- গল্পে গল্পে বিশ্বস্ত উদ্যোক্তাদের পরিচিতি- পর্ব : 06
- গ্রুপে অধিক লাইক-কমেন্ট করায় বিপাকে শিরিন শিল্পী
- সেল বৃদ্ধির কার্যকরী নিনজা টেকনিক 100% সেল হবেই
Spoken English Course :
Model Test :
Health Tips :
- গাইনেকোমাস্টিয়া ( পুরুষের বড় স্তন ছোট করার ) সার্জারী || Gynecomastia Surgery in Dhaka, Bangladesh.
- Breast Implant / Augmentation Surgery in Dhaka, Bangladesh
- Breast Ruduction Surgery in Bangladesh ( মেয়েদের বড় স্তন ছোট ও ফিট করা) ।