Professional Video Editing Full Course | প্রফেশনাল ভিডিও এডিটিং ফুল কোর্স
Advanced IT Academy
▣ প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স ▣
▣ কাজ শিখুন, স্বনির্ভরশীল হোন ▣
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান Advanced IT Academy- তে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে ভর্তির সূবর্ণ সুযোগ।
Anytime Special Support>Special Guideline> Secret Tips >100% Skill Development Guarantee
নিজের স্কিল ডেভেল করে ঘরে বসে কম্পিউটার দ্বারা হালাল পন্থায় (ধর্ম ও সরকার কর্তৃক অনুমোদিত) ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা বা Freelancing ক্যারিয়ারে সফল হওয়ার জন্য সার্বিক সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী A to Z Help & Support দেওয়া হয়।
আমি মোঃ আলমগীর হোসাইন, একজন প্রফেশনাল ইউটিউবার, ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেইনার। আমি ভিডিও এডিটিং নিয়ে Fiverr মার্কেটপ্লেসে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতার আলোকে কাজগুলো সহজভাবে শেখানোর চেষ্টা করি এবং কিভাবে দ্রুত আয় করা যায় সে ব্যাপারেও সহোযোগিতা করে থাকি।
আল-হামদুলিল্লাহ, বিগত দিনগুলিতে আমাদের স্টুডেন্টরা ফাইভার মার্কেটপ্লেসে এবং ইউটিউব কাজ করে ইনকাম করতেছে। যা আমাদের ফেইসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল দেখলেই আপনিও তার বুঝতে পারবেন।
YouTube Channel Link : https://www.youtube.com/channel/UCpY1GsCFSCFFTZNhIopaBnA
Facebook Page Link : https://www.facebook.com/advanceditacademy01
Facebook Group Link : https://www.facebook.com/groups/advanceditacademy
বিভিন্ন মার্কেটপ্লেসে সঠিকভাবে Account করা, Setup করা এবং কাজ শেখা থেকে শুরু করে, কাজ পাওয়া,কাজ করে জমা দেওয়া এবং টাকা হাতে পাওয়া পর্যন্ত এবং ফ্রীল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়ে A to Z Help & Support দিয়ে থাকি।
please subscribe this channel….
▣ এই Course এ যা যা পাবেন ▣
▣ Camtasia -এর মাধ্যমে ভিডিও এডিটিং করা।
▣ Adobe Premiere Pro -এর মাধ্যমে ভিডিও এডিটিং করা।
▣ Adobe After Effect -এর মাধ্যমে ভিডিও এডিটিং করা।
▣ Adobe Media Encoder সম্পর্কে জানতে পারবেন।
▣ কোর্স শেষে ১০ টি ফ্রি কপিরাইট লুলাবী (বাচ্চাদের ঘুমপাড়ানী) মিউজিক দেওয়া হবে।
▣ কোর্স শেষে প্রয়োজনীয় সোর্স ফাইল প্রদান করা হবে।
▣ কোর্স শেষে প্রয়োজনীয় এলিমেন্ট প্রদান করা হবে।
▣ এমন কিছু সাইট প্রদান করা যাবে, যেখান থেকে লক্ষ লক্ষ এলিমেন্ট নিয়ে হাজার হাজার ভিডিও তৈরি করতে পারবেন।
▣ এই Course এ বিশেষ বৈশিষ্ট্য ▣
▣ প্রতিটি কোর্স পূর্ণাঙ্গ কোর্স, প্রতিটি কাজ খুব সহজভাবে এবং খুটিনাটি বিষয়সহ শেখানো হয়।
▣ প্রতিটি কাজের ০ (শূন্য) থেকে Advanced Level পর্যন্ত শেখানো হয় এবং ধারাবাহিক পর্ব আকারে ক্লাস নেওয়া হয়।
▣ প্রতিটি ক্লাস Record করা হয় এবং ক্লাস শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়, যেকোনো সমস্যার সমাধান করা হয়।
▣ কোর্স চলাকালীন সময়ে ইনকাম শুরু করার সার্বিক বিষয় সম্পর্কে আপনাকে জানানো অবহিত করা হয় এবং কোর্স শেষে কিভাবে বড় বড় কাজের মাধ্যমে বেশি ইনকাম করবেন সে বিষয়েও গোপন টিপস ও সর্বোচ্চ Support এবং Special Guideline দেওয়া হয়।
▣ কোর্স এর মধ্যে প্রতিটি কাজ প্রাক্টিক্যালি করে দেখানো হয়, বুঝতে কোন সমস্যা না হয়।
▣ যারা ইংরেজিতে দুর্বল, তাদের জন্য বায়ারের সাথে ইন্টারভিউ করে কাজ পেতে Help করা হয়।
▣ ফাইভারের গিগ সঠিকভাবে মার্কেটিং এবং গিগ দ্রুত Rank করার নিনজা টেকনিক শেখানো হবে।
▣ বেশি বেশি অর্ডার পাওয়ার সিক্রেট কৌশল শেখানো হয়।
▣ ইংলিশ টেস্ট নিয়ে অহেতুক চিন্তা করতে হবে না, ১০০% পাশের সহজ টেকনিক শিখিয়ে দেওয়া হবে।
▣ কোর্সটি ৩ মাসে কমপ্লিট হবে।
▣ সপ্তাহে ৩ দিন ক্লাশ হবে। সকলের সাথে আলোচনা করে ক্লাশ সময় নির্ধারণ করা হবে , তবে রাত ৯ টা থেকে আমাদের ক্লাশ শুরু হয়ে থাকে । সপ্তাহে ৭ দিন যেকোনো সমস্যার Anytime help & Live Support দেওয়া হয়।
▣ প্রতিটি স্টুডেন্টকে সঠিক গাইডলাইনের জন্য Live Zoom Support এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ শেখানো হয়।
▣ কাজের জন্য প্রয়োজনীয় সকল Software বিনামূল্যে সরবরাহ করা হয়।
▣ বিশ্বের যে কোনো জায়গা থেকেই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং
▣ কোর্স শেষ হওয়ার পরেও Lifetime Support পাবেন। বিশেষ প্রয়োজনে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করার চেষ্টা করবো। ইনশা আল্লাহ্।
▣ সপ্তাহে কয়টি ক্লাশ হবে ?▣
সপ্তাহে ৩ দিন ৩ টি লাইভ ক্লাশ হবে।
▣ কতক্ষণ সময় ক্লাশ হবে ?▣
Zoom Apps এর মাধ্যমে ক্লাশ হবে। সর্বমোট 1 ঘন্টা ক্লাশ হবে।
▣ কবে থেকে ক্লাশ হবে ? ▣
আমাদের নতুন ব্যাচ শুরু হয়-
- প্রতি মাসের 10 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হয়। তবে স্টুডেন্টের পরিমাণ যদি ৫০% এর কম হয়, তাহলে পরের মাসের 10 তারিখ থেকে শুরু করা হবে।
▣ প্রতি ব্যাচে কত জন রেজিস্ট্রেশন করতে পারবে ?▣
প্রতি ব্যাচে মাত্র ৩০ জন রেজিস্ট্রেশন করতে পারবে। ৩০ জনের উপরে কাউকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। প্রতি ব্যাচে মাত্র ৩০ জন করে স্টুডেন্ট থাকবে। যাতে সবাইকে খুব সুন্দর ভাবে গাইড দেওয়া যায়।
▣ ক্লাশ কয়টা থেকে শুরু হবে ? ▣
সবার সাথে কথা বলে ক্লাশের সিডিউল নির্ধারণ করা হবে-
- রাত – 0৯ থেকে ১০ পর্যন্ত।
- রাত – ১০ থেকে ১১ পর্যন্ত।
- রাত – ১১ থেকে ১২ পর্যন্ত।
▣ ভিডিও গুলো কি ইউটিউবে পাওয়া যাবে ? ▣
না। ভিডিও গুলো ইউটিউবে আপলোড করা হবে না। আনলিস্ট করে রাখা হবে, শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টরাই ভিডিও গুলো দেখে চর্চা করতে পারবে।
▣ কত দিনের কোর্স এবং কোর্স ফি কত ?▣
কোর্সটি সম্পূর্ণ করতে আপনার ৩ মাস সময় দিতে হবে। গাফিলতি করলে আপনার ক্ষতি । তবে কোন কারণে আমার সমস্যা হলে, সেই ক্লাশটি অতিরিক্ত ভাবে নেওয়া হবে।
কোর্স ফি মোট – ৮২০০ টাকা। যা একবারেই পেমেন্ট করতে হবে।
স্পেশাল অফার :
কোর্স চলাকালিন সময়ে যদি ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে স্থায়ী ভাবে ইনকাম নিশ্চিত করতে চান, মানে একটি মনিটাইজেশন চ্যানেল সহ কোর্স কম্পিলিড করতে চান, তাহলে কোর্স ফি এক সাথে ১৩৫০০ টাকা পেমেন্ট করতে হবে।)
যেহেতু কোর্সটি একটি পেইড কোর্স সেহেতু যারা সিরিয়াসলি নিজের স্কিল ডেভেলপ করে ঘরে বসে বৈধ্য পন্থায় ইনকাম করতে চান, শুধু তারা দ্রুত নিচে দেওয়া আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করুন।
যেহেতু কোর্সটি একটি পেইড কোর্স সেহেতু যারা সিরিয়াসলি নিজের স্কিল ডেভেলপ করে ঘরে বসে বৈধ্য পন্থায় ইনকাম করতে চান, শুধু তারা দ্রুত নিচে দেওয়া আমার ফেসবুক প্রফাইলে যোগাযোগ করুন।
▣ যে যে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ ▣
- ক্লাশ লিংক কারো সাথে শেয়ার করা যাবে না।
- প্রাইভেট ম্যাসেঞ্জার গ্রুপে কাউকে নিজ ইচ্ছায় এড করা যাবে না।
- প্রিমিয়াম মিউজিক গুলো অন্য কাউকে দেওয়া যাবে না।
▣ এই কোর্সে কিভাবে ভর্তি হবেন ? ▣
01716216512 ( Personal বিকাশ/নগদ/রকেট) এর নাম্বারে আগে টাকা জমা দিয়ে, স্কিনশর্ট রাখুন। সেই স্কিনশর্ট টি নিচের ফর্মের মধ্যে যুক্ত করে দিন।
অথবা- ব্যাংকের মাধ্যমেও টাকা পাঠাতে পারেন।
Pubali Bank Limited:
Saving Account :
MD ALAMGIR HOSSAIN
Account : 4404101014494
SWIFT Code : PUBABDDH
Routing number : 175930050
Address : Bhaighat Bazar Branch (Rural). Vill-Darirampur PO-Bhaighat Bazar,, PO-Bhaighat Bazar, PS- Dhanbari, Tangail, Dist. – Tangail.
——————-
Agrani Bank Limited
Branch Name : Madhupur Branch
Branch Code : 8174
Saving Account :
MD ALAMGIR HOSSAIN
Account : 0200020971209
SWIFT Code : AGBKBDDH
Address : Madhupur Bus Stand, Madhupur, Tangail
——————————-
সতর্কতা : যাদের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, তারাই কোর্সে ভর্তি হবেন। মোবাইল দিয়ে এই কোর্সের ফ্রিল্যান্সিং কাজ করা যাবেনা।
▣ কেমন কনফিগারেশন কম্পিউটার লাগবে ▣
কাজ শেখার জন্য যেমন কনফিগারেশন কম্পিউটার লাগবে-
(বাজেট- আনুমানিক- 40-60 হাজার টাকা )
- Core I3
- 5 Generation
- RAM = 8 GB
- SSD Card = 128 GB
- Power Supply = 350
Laptop = Recondition (25 থেকে 30 হাজার টাকা)
মোটামুটি ভালো ভাবে কাজ করার জন্য যেমন কনফিগারেশন কম্পিউটার লাগবে-
(বাজেট- আনুমানিক- 75-95 হাজার টাকা )
- Core I5
- Ryzen 5/7 or Gigabyte 450
- 6 Generation
- RAM = 16 GB
- SSD Card = 256 GB
- Graphic Card = 2 GB
- Power Supply = 550
- hp HD Monitor 22″
Laptop = Recondition (35 থেকে 45 হাজার টাকা)
ভালো ভাবে কাজ করার জন্য যেমন কনফিগারেশন কম্পিউটার লাগবে-
(বাজেট- আনুমানিক- 95,000 – 120,000 টাকা )
- Core I5
- Ryzen 7/9 or Gigabyte 450
- 9 Generation
- RAM = 32 GB
- SSD Card = 500 GB
- Graphic Card = 4 GB
- Power Supply = 665
- Full HD Monitor 32″
Laptop = Recondition (60 থেকে 75 হাজার টাকা)
▣ টাকা পাঠানোর পর ভর্তি ফর্মটি পূরণ করুন ▣
ফর্ম লিঙ্কঃ https://forms.gle/UKRHYMSdUaZLTv5f6
অথবা সরাসরি Md. Alamgir Hossain কে ফেইসবুকে মেসেজ করুন, বিস্তারিত কথা বলে তারপর ফর্ম ফিলাপ করে আপনার ভর্তি নিশ্চিত করুন।
আপনাকে 01716216512 ( Personal বিকাশ/নগদ/রকেট ) নাম্বারে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হলেই আপনাকে স্টুডেন্টদের তালিকাভুক্ত করা হবে এবং যথাসময়ে আপনাকে ক্লাস করার জন্য Zoom Meeting ID & Password পাঠানো হবে। যা দিয়েই আপনি সরাসরি প্রতিটা ক্লাসে এবং লাইভ জুম সাপোর্টে জয়েন করতে পারবেন।
▣▣▣ কাজ শিখুন, স্বনির্ভরশীল হোন ▣▣▣
.
▣ ক্লাশের বিষয়বস্তু সমূহ- ▣
▣ প্রথম ক্লাশ-▣
Orientation Class
যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে।
——————————–
▣ সবার সাথে শুভেচ্ছা বিনিময়-
▣ নিজের পরিচয় প্রদান-
▣ Advanced IT Academy- Group, Facebook page, YouTube সাইট গুলোর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া-
▣ এডমিন প্যানেল সম্পর্কে তথ্য প্রদান-
▣ কিসের মাধ্যমে ক্লাশ করা হবে, তা জানানো হবে।
▣ ক্লাশ সিডিউল
▣ কোর্সের সময় : আমরা এই কোর্সটি কত মাসে সমাপ্তি করার চেষ্টা করবো, তা জানানো হবে।
▣ আমাদের ক্লাশের বিষয় বস্তু সম্পর্কে আলোচনা-
- ভিডিও এডিটিং-
- Camtasia 9.0
- Adobe Premiere Pro
- Adobe After Effect
- Adobe Media Encoder ( যতটুকু প্রয়োজন )
- Fiverr.com
- Account Create
- Gig Create
- কিভাবে বায়ার থেকে কাজ নিবেন
- কিভাবে কাজ জমা দিবেন
- ফাইবার থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন
- ফাইবারে বাহির থেকে কিভাবে বায়ার সংগ্রহ করবেন
- ফাইবারে কোন কোন কাজ করা যাবেনা ।
- সকল গোপন টিপস শেয়ার করবো।
- Upwork.com
- Freelancer.com
- Kwork.com
প্রফেশনাল ইউটিউবার তৈরি করা হবে।
- কিভাবে ইউটিউব থেকে আর্নিং করবেন
- কোথায় কোথায় ভিডিও মার্কেটিং করবেন
- USA থেকে কিভাবে সব থেকে বেশি ভিজিটর আনবে
- কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন
- YouTube Monetization
- Video SEO
বোনাস পয়েন্ট- (যদি সময় পাই)
- Digital marketing-
- Facebook Marketing
- YouTube Marketing
- E-mail Marketing
- On-page/Off-page SEO
- Facebook Ads Campaign (panel)
- Facebook Monetization
▣ এই ধরনের কাজ কেন শিখবেন ? অথবা কি হবে এই ধরনের কাজ শিখে ?
▣ কোথায় কোথায় আপনার এই স্কিল গুলো কাজে লাগাতে পারবেন-
১) নিজের জন্য এটা কতটুকু কার্যকরী।
২) Fiverr, Upwork, freelancer, kwork, people per hour, Facebook, YouTube, Blog site.
▣ কাজের সেম্পল বা পোর্টফোলিও কোথায় বানাবেন-
▣ কাজের রিলেটেড কোন কোন একাউন্ট তৈরি করতে হবে
আজ হোমওয়ার্ক
=============================
ধারাবাহিক ভাবে যে বিষয় নিয়ে ক্লাশ করানো হবে-
==============================
▣ Basic Computer Class :
▣ Computer Management
▣ Software Details :
- Camtasia
- Adobe Premiere Pro
- Adobe After Effect
- Adobe Media Encoder
▣ কোথা থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করবে, তা জানানো হবে।
▣ কোন Version সফটওয়্যার ব্যবহার করবেন ?
▣ How to Install (Software) :
————————————
▣ Interface of Camtasia
▣ Media
- Animated Backgrounds
- Icons
- Motion Graphics
- Intro Clips
- Lower Thirds
- Music Tracks
▣ File Save/Export
-
- Annotations
- Type
- Arrows & Lines
- Shapes
- Blur & Highlight
- Sketch Motion
- Keystroke Callouts
- Transitions
- Behaviors
- Animations
- Voice Record
- Noise Removal
- Volume Leveling
- Fade in
- Fade out
- Clip Speed
- Visual Effects
- Drop Shadow
- Border
- Calorize
- Color Adjustment
- Remove a Color
- Device Frame
- Clip Speed
▣ Adobe Premiere Pro
- Folder Organization
- Software Download
- Adobe Same Version
- WinRAR software
- Software Install (Net Line Disconnect)
- Interface of Adobe Premiere Pro
- Project Aria
- Timeline Aria
- Control Panel
- Monitor Aria
- Sequence (Video Size)
- Fps
- Keyframe
- Position
- Scale
- Rotation
- Opacity
- Video Upload
- Shortcut key
- Audio Add
- Picture Add
- Project Save
- Video Export
- Project Save
▣ Adobe After Effect
- Software Download
- Adobe Same Version
- WinRAR software
- Software Install (Net Line Disconnect)
- Interface of Adobe After Effect
- Project Aria
- Timeline Aria
- Control Panel
- Monitor Aria
- Sequence (Video Size)
- Fps
- Keyframe
- Position
- Scale
- Rotation
- Opacity
- Video Upload
- Shortcut key
- Audio Add
- Picture Add
- Project Save
- Video Export
- Project Save
- Pen Tools
▣ Adobe Media Encoder Software.
▣ Audio Correction
- Volume
- Effect
- Noise = Denoise
- Vocal = Vocal Enhancer
- Parametric Equalizer = Vocal Enhancer
▣ Color Gradients
- Lumetric Color
- Basic Color
- Creative Color
- Curves
- Color Wheels and Match
-
Colorize Black and White
- Effect = Color to change
▣ Cut Unnecessary Video Clips
- Eraser Tools or “C”
- Selection Tools or “V”
▣ Background Music
- কোথা থেকে ফ্রি-তে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, শিখানো হবে।
- সাউন্ড কিভাবে বাড়াতে হয়, তা শিখানো হবে।
- সাউন্ড কিভাবে কমাতে হয়, তা শিখানো হবে।
▣ Green Screen Removed
▣ Position
▣ Scale
▣ Rotation
▣ Opacity
▣ Video Crop (Effect)
▣ Effect copy/ paste
▣ Type Animation
- লেখাকে বিভিন্ন ভাবে এনিমেশন করা শিখানো হবে।
- লেখাকে কিভাবে Rolling করা হয় সেটা শিখানো হবে।
- লেখাকে কিভাবে Scrolling করা হয়, সেটা শিখানো হবে।
- নাটকে বা সিনেমায় যেভাবে লেখা গুলো ব্যবহার করা হয়, তার শিখানো হবে।
- মিউজিক ভিডিওতে কিভাবে লেখা ব্যবহার করা হয়, তা শিখানো হবে।
▣ Essential Graphic
-
- Lower Thirds
- Subscribe Remainder
- Like, comment & Share Remainder
▣ Slow Motion video কিভাবে তৈরি করা তা শিখানো হবে।
▣ Fast Motion video কিভাবে তৈরি করা তা শিখানো হবে।
▣ Reverse Video কিভাবে তৈরি করা তা শিখানো হবে।
▣ Blur Moving face
▣ Adobe Illustrator ব্যাসিক শিখানো হবে।
- Create a new Project
- Selection Tools
- Direct Selection Tools
- Pen Tools
- Line Segment Tool
- Rectangle Tool
- Ellipse Tool
- Polygon Tool
- Star Tool
- Smooth Tool
- Shape Builder Tools
- Type Tools
- Eye-dropper Tools
- Color Gradient Tool
- Save Project
- Export
▣ Adobe Photoshop Ps ব্যাসিক শিখানো হবে।
- Create a new Project
- Move Tool
- Rectangular Marquee Tool
- Elliptical Marquee Tool
- Lesso Tool
- Crop Tool
- Perspective Crop Tool
- Eye-dropper Tools
- Healing Brush Tool
- Clone Stamp Tool
- Eraser Tool
- Blur Tool
- Smudge Tool
- Dodge Tool
- Burn Tool
- Pen Tools
- Type Tool
- Rectangle Tool
- Ellipse Tool
- Polygon Tool
- Star Tool
- Color Gradient Tool
- Save Project
- Export
▣ Effects (After Effect)
- CC Light Sweep : Logo Lighting Effect
- CC Particle World
- Wave Warp
- Audio Spectrum
- Gradient Ramp
- CC Radial Blur
- Glow
- Echo
- Polar Coordinates
- 4 Color Gradient
- Tint (Premiere pro)
- Saber
- CC Pixel Polly
- CC Slant
- Motion Tile
- Effect = Noise & Grain = Fractal noise = Fractal Type = Terrain= Noise Type = Spline = Invert =Evolution Keyframe First to Last : Speed 2 = for move = Transform = offset Turbulence keyframe First to Last : -2000 = Evolution options = Opacity = Blending mode : Screen
▣ Counting Video বানানো শিখানো হবে।
▣ কুইজ ভিডিও বানানো শিখানো হবে।
▣ Lyrics video কিভাবে তৈরি করা হয়, তা শিখানো হবে।
▣ Audio Spectrum শিখানো হবে।
Adobe Premier Pro সফটওয়্যার ব্যবহার করে
একটি স্থির ছবির মাছকে কিভাবে এনিমেশন করতে হয়, তা শিখানো হবে।
How to Create Animation Video
- পানি কিভাবে এনিমেশন করবেন?
- পানির নিচে উদ্ভিদ কিভাবে এনিমেশন করবেন ?
▣ After Effect ব্যবহার করে মাছকে কিভাবে এনিমেশন করবেন?
- ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট গুলো কোথায় থেকে পাবেন এবং কিভাবে তা সঠিক ভাবে ব্যবহার করবেন, তা শিখানো হবে।
Animation Video
- জোনাকি কিভাবে তৈরি করবেন ?
- বৃষ্টি কিভাবে তৈরি করবেন?
- তারা কিভাবে তৈরি করবেন ?
- Snow Effect কিভাবে বানাবেন ?
.
Create 2D Animation
- Rotation ব্যবহার করে কিভাবে লুলাবী ভিডিও তৈরি করা যায়, তার শিখানো হবে।
Create 2D Animation
কোন প্রাণীর চোখকে কিভাবে এনিমেশন করবেন?
.
▣ Ai থেকে ছবি নিয়ে কিভাবে এমন ভিডিও তৈরি করবেন, তা শিখানো হবে।
▣ Relaxing Music Video কিভাবে তৈরি করা হয়, তা শিখানো হবে।
▣ Meditation Video কিভাবে তৈরি করা হয়, তা শিখানো হবে।
▣ Outro Video/End Screen Video কিভাবে বানাবেন তা শিখানো হবে।
Subscriber : 294*294, Video : 615*345
ফুল ভিডিও প্রজেক্ট করা শিখানো হবে।
- Create Fiverr Account, Setup and Optimize
- Correction Fiverr Account.
- Create , Setup, Design and Optimize YouTube Channel
- YouTube Logo & Banner Design (Adobe Illustrator and Adobe Photoshop Ps)
- Correction YouTube Channel
- কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তা শিখানো হবে।
- কোথায় কোথায় ইউটিউবের ভিডিও মার্কেটিং করবেন, তা শিখানো হবে।
- কোন টেকনিক ফলো করে USA থেকে সব থেকে বেশি ভিজিটর আনবেন, সেই টেকনিক শিখিয়ে দেওয়া হবে।
- কিভাবে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হবেন, তা শিখিয়ে দেওয়া হবে।
- ইউটিউব থেকে ইনকাম করার ব্যবস্থা করে দিবো। ইনশা আল্লাহ (শর্ত প্রযোজ্য)
- Fiverr Gig Analysis [ Create, Setup, Design and Optimize your YouTube channel (Category)]
- Fiverr Gig Creation [ Create, Setup, Design and Optimize your YouTube channel (Category)]
- Fiverr Gig Image Creation [ Create, Setup, Design and Optimize your YouTube channel (Category)]
- Fiverr Gig Correction [ Create, Setup, Design and Optimize your YouTube channel (Category)]
- Fiverr Gig Analysis [ Lullaby Video (Category)]
- Fiverr Gig Creation [ Lullaby Video (Category)]
- Fiverr Gig Image Creation [ Lullaby Video (Category)]
- Fiverr Gig Correction [ Lullaby Video (Category)]
- Fiverr Gig Analysis [ Video Editing (Category)]
- Fiverr Gig Creation [ Video Editing (Category)]
- Fiverr Gig Image Creation [ Video Editing (Category)]
- Fiverr Gig Correction [ Video Editing (Category)]
- Fiverr Gig Analysis [YouTube Video SEO (Category)]
- Fiverr Gig Creation [ YouTube Video SEO (Category)]
- Fiverr Gig Image Creation [ YouTube Video SEO (Category)]
- Fiverr Gig Correction [ YouTube Video SEO (Category)]
- Fiverr Gig Analysis [Meditation and Relaxing Music Video (Category)]
- Fiverr Gig Creation [ Meditation and Relaxing Music Video (Category)]
- Fiverr Gig Image Creation [ Meditation and Relaxing Music Video (Category)]
- Fiverr Gig Correction [ Meditation and Relaxing Music Video (Category)]
- Fiverr Gig Analysis [Lyrics Video (Category)]
- Fiverr Gig Creation [ Lyrics Video (Category)]
- Fiverr Gig Image Creation [ Lyrics Video (Category)]
- Fiverr Gig Correction [ Lyrics Video (Category)]
- Create, Setup and optimize on Payoneer Account
- Correction Payoneer Account.
সমাপনী ক্লাশ।
Group created on November 14, 2022
কোর্স চলাকালিন সময়ে এডভান্স আইটি একাডেমি থেকে যারা অর্থ আয়ের সন্ধান পেয়েছে-
নাম প্রকাশে ইচ্ছুক- তারা হলে-
-
Rosemin Sultana (প্রথম ব্যাচের স্টুডেন্ট)
-
শাকিল আহমেদ ( প্রথম ও দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
আবু সাঈদ (প্রথম ও দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
কাঞ্চন কুমার (১ম ও ২য় ব্যাচের স্টুডেন্ট)
-
সবুজ জোয়াদ্দার (১ম ও ২য় ব্যাচের স্টুডেন্ট)
-
সুভাস (১ম ও ২য় ব্যাচের স্টুডেন্ট)
-
আব্দুর রউফ (১ম ও ২য় ব্যাচের স্টুডেন্ট)
-
মোঃ ইসমাইল হোসেন (১ম ও ২য় ব্যাচের স্টুডেন্ট)
-
শাফি উল্লাহ (দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
Sudip Ghosh ( দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট )
-
বেলি হোসাইন (দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
শাহনাজ পারভিন (দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
সোহেল রানা ( তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
আইয়ুব আলী (শাহেদ খান) ( তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
নূরে-ই আলম ( তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
Shekh Habib ( তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
ফিরোজ আহমেদ (তৃতীয় ব্যাচের স্টুডেন্ট)
-
Sohel Rana (3rd Batch)
-
রাজ (চতুর্থ ব্যাচের স্টুডেন্ট)
-
Shofiqul Islam (চতুর্থ ব্যাচের স্টুডেন্ট)
-
তনুশ্রী সরকার (চতুর্থ ব্যাচের স্টুডেন্ট)
বর্তমানে রানিং ব্যাচ আছে-
- চতুর্থ ব্যাচ
- পঞ্চম ব্যাচ
- ষষ্ঠ ব্যাচ
- সপ্তম ব্যাচ- (এডমিশন চলছে…..)