Spoken English in 60 Days

Spoken English in 60 days || Today “2nd Day”

SM ALAMGIR

TODAY –  SECOND DAY

 

আজকের বিষয় : শিষ্টাচারের ইংরেজি রূপ

 

প্রত্যেক দেশেরই আচার-ব্যবহার ধরন আলাদা হয়। যদি আমরা কোন একটি ভাষা প্রকৃতপক্ষেই ভালো ভাবে শিখতে চাই , তবে আমাদের উচিত সেই দেশের লোকদের রীতি-নীতি, কথা বলার ধরন ও আদব-কায়দা ভালভাবে জেনে নেওয়া। যদি আপনি সুন্দর ইংরেজি বলতে ও  শিখতে চান, তবে ইংরেজদের ধরন ধারাগুলোও আয়ত্তে আনতে হবে। বাংলা যেমন – বাঙ্গালিদের মতন বলা উচিত, ইংরেজিও সেইরকম ইংরেজদের মতন বলতে হবে। মনে রাখতে হবে যে, ইংরেজি শিখতে হলে হংরেজদের হুবহু নকল করলেই ভালো হয়।

নিচের কথা গুলো মনে ঘেঁথে রাখুন। ইংরেজ জাতির বিনয়শীলতার  প্রতীক এই শব্দগুলো। এদের গুরুত্ব অসীম।

  • Please
  • Welcome
  • Allow me
  • Sorry
  • Pardon
  • Thanks
  • With great pleasure
  • After you
  • Excuse me
  • No mention.

 

যদি আপনার কারও কাছ থেকে একটি কলম নেওয়ার প্রয়োজন হয় বা আপনি এক গ্লাস পান চাইলেন, অথবা কাউকে জিজ্ঞেস করলেন কয়টা বাজে, কিংবা কোন প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেন, তবে Please কথাটি বলতে ভুলবেন না । অন্য কোন শব্দ না ব্যবহার করে কেবলমাত্র Please শব্দটি বললেও চলবে। আপনার মনের ভাব লোকে সহজেই বুঝতে পারবে। অপরপক্ষে Please না বললে অভদ্রতা প্রকাশ করা হবে।

আপনি বলতে পারেন-

  • Your pen, please.
  • A glass of water, please.
  • Time, please.

অথবা আপনি এভাবেও বলতে পারেন-

  • May I have your pen, please?
  • Give a glass of water, please.
  • What is the time, please.

কেউ যদি আপনার জন্য নিতান্ত সামান্য একটি কাজও করে দেয়, যেমন – কয়টা বেজেছে বলা বা বাড়ির ঠিকানা জানিয়ে দেওয়া, তবে তাকে Thank you বলতে ভুল করবেন না। আপনি Thanks ও বলতে পারেন। আর যদি আরো বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে বলতে পারেন-

  • Many Thanks
  • Thank you very much.
  • Thank you so much.

আর কেউ যদি আপনাকে কোন কিছু দিতে চায়, আর আপনি তা নিতে অনিচ্ছুক থাকেন। তবে ভদ্রতার সহিত বলুন-

  • No, Thanks

আর আপনি যদি কারো কোন সামান্য কাজ করে দেন, সে যদি আপনাকে Thank you বলে, তবে আপনি চুপ না থেকে বলুন-

  • It’s all Right.
  • No mention
  • Welcome
  • Most Welcome
  • You’re welcome
  • What more I can do for you please?

আর যদি আপনি কাউকে কোন কিছু দিতে রাজি হোন, তাহলে বলবেন-

  • Take it, please
  • with great pleasure.

.

তৃতীয় দিন আলোচনার বিষয় : বিস্ময়বাচক শব্দ বা বাক্য

.

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Spoken English Course :

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Others Articls :

One Comment

  1. ওয়াও খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button