Spoken English in 60 Days

Spoken English in 60 days || Today “First Day”

SM ALAMGIR

First Day

 

আমরা প্রথম দিনের কোর্সটি অভিবাদ দিয়েই শুরু করি। সাক্ষাৎ হলে বিভিন্ন ধর্মের নিয়ম অনুযায়ী “সালাম, আদাব, সৎশ্রী অকাশ” ইত্যাদি বলে সম্ভাষণ করবেন। এটাই সর্বোত্তম মাধ্যম। আশা করি সকলেই বুঝতে পারছেন।

আজকের বিষয় : ইংরেজিতে অভিবাদন করা।

 

সাধারণ কথাবার্তায় সম্ভাষণের রূপ

 

  • ভোরবেলা থেকে দুপুর ১২ পর্যন্ত : Good Morning 
  • দুপুর ১ টা থেকে বিকাশ ৫ পর্যন্ত : Good Afternoon
  • বিকাশ ৫ থেকে রাত ১১ টা পর্যন্ত : Good Evening
  • রাতে বিদায় নেওয়ার সময় : Good Night

 

দিনে রাতে যে কোন সময়ে-

Good day to you. (আজকের মত তাহলে আসি।)

 

বিদায় নেওয়ার সময়

  • Good-bye
  • Bye, Bye
  • Farewell
  • See you again (আবার দেখা হবে।)

 

.

দ্বিতীয় দিন আলোচনার বিষয় : শিষ্টাচারের ইংরেজি রূপ

.

 

.

☑ সব শেষে আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি ,  আমাদের এই ছোট্ট উদ্যোগটি  আপনাদের যদি ভালো লাগে তবে সর্বদা আমাদের পাশে থেকে আমাদের সাহস বাড়াতে পোস্ট গুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । সেই আশা বাদ ব্যক্ত করে সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।  আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোন আর্টিকেলে।  আল্লাহ হাফেজ।

.

.

.

আমাদের আরো পপুলার আর্টিকেল

 

Model Test :

Health Tips :

Outsourcing/Online Income :

Others Articls :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button